খবরা-খবর
কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন
Bangladesh High Commission

কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দুর্গোৎসবে মূর্তি, মন্ডপ ভেঙে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ হাইকমিশন দপ্তরে বিক্ষোভ দেখানো হয় গত ১৮ অক্টোবর। বিক্ষোভসভায় বক্তব্য রাখেন বাসুদেব বসু। বাংলাদেশ হাইকমিশন দপ্তরে মেল করা হয়, কড়েয়া থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মারফত স্মারক লিপি দেওয়া হয়। স্মারকলিপিতে দাবি করা হয়, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে বিচার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে। বাংলাদেশে ইতিমধ্যেই বাম ও গণতান্ত্রিক জোট প্রতিবাদে প্রতিরোধে রাস্তায় নেমেছে, যা আশাপ্রদ। বাংলাদেশে মৌলবাদীদের এই হামলাকে কাজে লাগিয়ে আমাদের দেশে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা জাগিয়ে তুলছে। সিপিআই(এমএল) বিজেপি’র এই বিভেদ বিদ্বেষের রাজনীতির তীব্র বিরোধিতা করে। ভারত বাংলাদেশের মৈত্রী-ঐক্য সুদৃঢ হোক।

বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত থাকেন পার্টির রাজ্য কমিটির সদস্য দিবাকর ভট্টাচার্য ও আইসা’র রাজ্য সম্পাদক স্বর্ণেন্দু মিত্র, আরওয়াইএ রাজ্য নেতা রণজয় সেনগুপ্ত সহ ছাত্র ছাত্রীরা।

খণ্ড-28
সংখ্যা-37