শিক্ষা পণ্য নয়, শিক্ষা সকলের অধিকার
education is everyone's right

৪ অক্টোবর, শিক্ষার স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে, রাজ্যজুড়ে ক্যাম্পাস খোলার দাবিতে আইসা সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলি বিকাশ ভবন অভিযানের ডাক দেয়। পুলিশী আক্রমণের সম্মুখীন হয়ে ৫২জন কমরেড গ্রেফতার হন। পরবর্তীতে আন্দোলনের চাপে, তাদের মুক্তি দিতে বাধ্য হয় পুলিশ। জেল থেকে ফেরার পর পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের শপথ নিয়ে যাদবপুর ৪নং গেটের সামনে প্রতিবাদ সভা হয়। সভায় আইসার পক্ষ থেকে বক্তব্য রাখেন রাজ্য সভাপতি নীলাশিস।

শিকল ভাঙার আন্দোলন জারি থাকবে।

দাবি একটাই, ক্যাম্পাস খোলা চাই। হোক আনলক!

খণ্ড-28
সংখ্যা-36