সিপিআই(এমএল) লিবারেশন উত্তরপ্রদেশ রাজ্য সম্মেলন
UP State Conference

সিপিআই(এমএল) লিবারেশন উত্তরপ্রদেশ ১৩তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল ৪-৫ অক্টোবর সিতাপুরের হরগাঁওয়ে। সম্মেলনে ৫১ সদস্যের রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে। রাজ্য সম্পাদক পদে সুধাকর যাদব পুনর্নির্বাচিত হন।

সম্মেলনের প্রথম দিন শুরু হয় লখিমপুর খেরির চার কৃষককে নির্মমভাবে গাড়ি চাপা দিয়ে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং অনশনের মাধ্যমে। উদ্বোধনের প্রাক্কালে সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, শহীদ কৃষকদের শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের উদ্দেশ্যে সম্মেলনকে উৎসর্গ করে আমরা এই হত্যাকারি সরকারকে উৎখাত করার সংকল্পকে আরও দৃঢ় করব। সরকারের একের পর এক ফন্দি কৃষক আন্দোলনকে ভাঙ্গার চেষ্টায় লিপ্ত, কিন্তু তা ব্যর্থ হচ্ছে, উল্টে কৃষক আন্দোলন আরও জোরদার হচ্ছে। জনগণ মোদী সরকারকে ছুঁড়ে ফেলবেন ও যোগী সরকারের উৎখাতের মাধ্যমে উত্তরপ্রদেশ তাতে নেতৃত্ব দেবে। বক্তব্য রাখেন সুধাকর যাদব সহ পার্টির এবং অন্যান্য বাম দলের নেতৃবৃন্দ।

সম্মেলন থেকে আন্দোলনের একপ্রস্থ আশু প্রস্তাব গৃহীত হয়

১) রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত কর এবং তার হত্যাকারি পুত্র আশিস মিশ্রকে গ্রেপ্তার কর, লখিমপুর খেরির কৃষকদের হত্যার বিচার চাই,
২) তিন কৃষি কালা কানুন, বিদ্যুৎ বিল ২০২০ এবং চার লেবার কোডের প্রত্যাহার চাই,
৩) মহিলা, দলিত এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা বন্ধ কর,
৪) মইনুল হকের মতো জঘন্য হত্যাকান্ড যেন আর না হয় তা নিশ্চিত করতে হবে,
৫) পুলিশ হেফাজতে মৃত্যু এবং পুলিশ-রাজ বন্ধ কর,
৬) মুদ্রাকরণের নামে জাতীয় সম্পত্তি বেচা বন্ধ কর,
৭) রাজ্যে এবং দেশে যুবকদের সম্মানজনক চাকরির নিশ্চয়তা চাই,
৮) আক্ষরিক ও প্রকৃত অর্থে সংরক্ষণকে প্রয়োগ কর,
৯) বঞ্চিত শ্রেণীর শিক্ষার অধিকার হরণকারী ‘নয়া শিক্ষানীতি’ প্রত্যাহার কর,
১০) লাভ-জিহাদ এবং ধর্মান্তরকরণ বিরোধের নামে হিংসা বন্ধ কর,
১১) জন্ম-নিয়ন্ত্রণ আইন বাতিল কর,
১২) শোনভদ্রের দুধিকে আলাদা জেলা ঘোষণা করতে হবে,
১৩) কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে,
১৪) রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত কর,
১৫) কোল, বিয়ারসহ অন্যান্য আদিবাসীদের তফশিলী জাতি হিসাবে গণ্য করতে হবে,
১৬) ঋণদানকারী কোম্পানিদের থেকে নেওয়া সমস্ত ঋণ মকুব কর,
১৭) দলিত এবং দরিদ্রদের ফাজিল ভূমির পাট্টা দিতে হবে,
১৮) আখচাষিদের বকেয়া ১৮ কোটি টাকা মিটিয়ে দাও এবং ৪৫০ টাকা কুইন্ট্যাল দরে আখের মূল্য দিতে হবে,
১৯) ২০২১-এর প্রস্তাবিত জনগণনা জাত ভিত্তিক করতে হবে,
২০) হাথরাস পীড়িতদের বিচার দাও এবং দোষীদের শাস্তি চাই,
২১) আফগানিস্তানের পরিস্থিতির নামে বিজেপি’র সাম্প্রদায়িক ঘৃণার রাজনীতির আমরা নিন্দা করি,
২২) শোনভদ্রের এবং অন্যান্য অঞ্চলের আদিবাসীদের বলপূর্বক হিন্দুত্বকরণ বন্ধ কর,
২৩) অযোধ্যার পর কাশী এবং মথুরার নামে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর আমরা নিন্দা করি।

রন্ধনকর্মীদের সংগঠনগুলি ‘মিড-ডে-মিল প্রকল্প’ নামের পরিবর্তে ‘প্রধানমন্ত্রী পোষণ যোজনা’ নামকরণের বিরোধিতা করেন।

খণ্ড-28
সংখ্যা-37