এআইসিসিটিইউ’র আহ্বান : ২৬ নভেম্বর ২০২১ শ্রমিক-কৃষক দিবস পালন করুন
Workers-Farmers Day

শ্রমিক স্বার্থ রক্ষা কর, চাকরি বাঁচাও, সমস্ত অধিকারগুলো রক্ষা কর! কৃষি ও কৃষক বাঁচাও!
দেশের সম্পদ রক্ষা কর, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে রক্ষা কর।
শ্রমিক-কৃষক ঐক্য ঊর্ধ্বে তুলে ধর। মোদী সরকারের বিভেদমূলক, সাম্প্রদায়িক ছক বানচাল কর।
মোদীর কোম্পানিরাজকে পরাস্ত করুন। মোদীর কব্জা থেকে মুক্ত করুন ভারতকে।

১৭-২৫ নভেম্বর ২০২১ প্রচার অভিযান

দাবি

  • আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, ক্রমবর্দ্ধমান বেকারত্ব ও ছাঁটাই রোধ কর।
  • গণবন্টন ব্যবস্থা ও খাদ্য সুরক্ষা মজবুত কর!
  • চাকরি ও কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত কর।
  • সমস্ত অভাবী মানুষকে নারেগা প্রকল্পের কাজ দিতে হবে।
  • শহুরে গরিবদের মধ্যে এই প্রকল্পের সম্প্রসারণ ঘটাও।
  • চারটি শ্রম কোড ও কৃষি আইন বাতিল কর। ১২ ঘন্টা শ্রম দিবস মানছি না। শ্রম আইন নিশ্চিত কর। শ্রমিকদের নিয়মিতকরণ করতে হবে।
  • বেসরকারিকরণ, ১০০ শতাংশ এফডিআই অনুপ্রবেশ চলবে না। নিগমিকরণ বন্ধ কর। ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন প্রত্যাহার কর। জাতীয় সম্পত্তি বিক্রি করা চলবে না।
  • মজুরি সংকোচন ও সামাজিক সুরক্ষা ছাঁটাই করা চলবে না। কৃষি ও গ্রামীণ সহ সমস্ত অসংগঠিত শ্রমিককে মাসিক ১০,০০০ টাকা আর্থিক অনুদান ও বিনামূল্যে রেশন সরবরাহ করতে হবে।
  • সমস্ত স্কীম কর্মীদের বিধিবদ্ধ ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে। সমস্ত সম্মুখসারির কর্মীদের বিমা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
  • দেশদ্রোহ আইন, ইউএপিএ সহ সমস্ত দানবীয় আইন রদ কর। সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দাও।

সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হও।
বিজয় অর্জনের লক্ষ্যে লড়াই কর।

খণ্ড-28
সংখ্যা-40