খবরা-খবর
সিপিআই(এমএল) : দার্জিলিং জেলার ১২তম সম্মেলন
Darjeeling District

কমরেড লালু ওঁরাও নগর ও কমরেড অপু চতুর্বেদী সভাগৃহ নামাঙ্কিত রানীডাঙা ভতনজোত প্রাথমিক বিদ্যালয়ে সিপিআই(এমএল) লিবারেশনের দার্জিলিং জেলার ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর। মোট প্রায় ৭০ জন প্রতিনিধি এবং দর্শক প্রতিনিধির উপস্থিতিতে সম্মেলনের শুরুতে রক্তপতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার। শহীদস্মরণ শেষে সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন রাজ্য পর্যবেক্ষক (জলপাইগুড়ি জেলা সম্পাদক) ভাস্কর দত্ত। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কমিটি সদস্য শ্যামল ভৌমিক এবং কোচবিহার জেলা কমিটি সদস্য বাবুন দে। বিদায়ী কমিটির পক্ষ থেকে প্রতিবেদন রাখেন পবিত্র সিংহ। জেলা, রাজ্য এবং জাতীয় পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখেন অভিজিৎ মজুমদার। প্রতিবেদনের ওপর সুচিন্তিত মতামত রাখেন ১৩ জন প্রতিনিধি। পাশাপাশি বক্তব্য রাখেন নকশালবাড়ি আন্দোলনের অন্যতম নেতৃত্ব ধাদু মুন্ডা। জবাবী ভাষণে জেলা সম্পাদক উত্থাপিত কিছু বিষয় প্রতিবেদনে সংযোজিত করে নেন। রিপোর্ট প্রতিনিধিদের দ্বারা গৃহীত হওয়ার পরে পবিত্র সিংহ জেলা সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন। ৪ জন মহিলা সদস্য মীরা চতুর্বেদী, সুমন্তি এক্কা, মুক্তি সরকার (নতুন), শাশ্বতী সেনগুপ্ত (নতুন) সহ ১৭ জনের কমিটি গঠিত হয়। নকশালবাড়ি আন্দোলনের অন্যতম প্রবীণ কৃষক সংগ্রামী প্রতিনিধি খেমু সিংহকে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে বেছে নেওয়া হয়। শেষে বিপ্লবী স্পর্ধা বজায় রেখে আগামীদিনে দার্জিলিং জেলায় বিস্তৃত গণভিত্তি গড়ে তোলার এবং মানুষের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়ে ইন্টারন্যাশনাল গানের মধ্য দিয়ে সফলভাবে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।

খণ্ড-28
সংখ্যা-45