খবরা-খবর
বাঁকুড়ার ওন্দায় বিডিও, বিএলআরও এবং এডিও’কে ডেপুটেশন
ADO in Bankura Onda

গত ১৭ ডিসেম্বর বাঁকুড়া জেলার ওন্দায় বিডিও, বিএলআরও ও এডিও’কে একই ডেপুটেশন দেয় এআইকেএম ও সিপিআই(এমএল) লিবারেশন যুগলে। উপরোক্ত স্মারকলিপিতে নিম্নলিখিত দাবিগুলি জানানো হয়।

১) বনের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী আদিবাদী ও অন্যান্য বনবাসী মানুষদের পাট্টা দিতে হবে ও পাট্টা রেকর্ড করতে হবে।
২) দীর্ঘদিন ধরে পাট্টা পাওয়া সত্ত্বেও আজও পরচা না পাওয়ার ফলে গরিব আদিবাসীরা সরকারি সাহায্য থেকে বঞ্চিত। তাই দ্রুত পরচার ব্যবস্থা করতে হবে।
৩) অকাল বৃষ্টিজনিত কারণে ধান, আলু সহ অন্যান্য ফসলের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে।
৪) গ্রামে গ্রামে ক্যাম্প করে ১,৯৬০ টাকা দরে ভাগচাষি, লিজচাষিদের থেকেও ধান কিনতে হবে।
৫) সান্তোর থেকে নিকুঞ্জপুর হয়ে মাঝডিহা পর্যন্ত দ্বারকেশ্বর নদীতে বেআইনিভাবে বালি তোলার ফলে যে ব্যাপক চড়া তৈরি হয়েছে তার দরুণ নদীর গতিপথ ঘুরে যেতে বসেছে। এই ক্ষতির দ্বারা প্রভাবিত হবে ১৫টির অধিক গ্রাম। দ্রুত মাস্টার প্ল্যান তৈরি করে এই ভাঙন রোধ করতে হবে।
৬) ওন্দা ব্লকের কল্যাণী অঞ্চল ও নিকুঞ্জপুর, এলাটি মৌজাতে পাকা রাস্তা তৈরি করতে হবে।

ডেপুটেশনে নেতৃত্বে ছিলেন বৈদনাথ চীনা, আদিত্য ধবল ও রবিদাস মুর্মু।

খণ্ড-28
সংখ্যা-45