খবরা-খবর
দুর্যোগ কবলিত কৃষকদের দুয়ারে কৃষক নেতৃবৃন্দ
disaster-stricken farmers

দিল্লীর কৃষক আন্দোলনের জয়কে সংহত করার জন্য পশ্চিমবঙ্গের কৃষক নেতারা কৃষকদের দুয়ারে। এআইকেএসসিসি’র নেতৃত্ব প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে দেখা করতে কালনা ২নং ব্লকের গ্রামে আসেন।

সাম্প্রতিক নিম্নচাপের ফলে অকাল বৃষ্টিতে পশ্চিমবঙ্গের কৃষকদের ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পাকা আমন ধান বৃষ্টির জলে জমিতে নষ্ট হয়ে গেছে। আলু লাগানো জমিতে জল জমে গিয়ে আলু নষ্ট হয়ে গেছে। মসুর, সরিষা ও অন্যান্য রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার নিম্নচাপের আগে সতর্কতার প্রচারের জন্য সমস্ত প্রচারমাধ্যম ও প্রশাসনিক স্তরে জরুরিভিত্তিক ব্যাপক যুদ্ধকালীন প্রচার করেছে। দুর্যোগ মোকাবিলার জন্য সর্বাত্মক প্রস্তুতি ঘোষণা করেছে। কিন্ত বাস্তবে কৃষকদের যখন ব্যাপক ক্ষতি হয়ে গেল, তখন সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যাপারে কোনওরকম ঘোষণা করছেন না। কোনও এলাকাকে ক্ষতিগ্রস্ত এলাকা ঘোষণা করলেন না। গত ১৫ ডিসেম্বর সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ কালনা ২নং ব্লকের অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের আগ্রাদহ গ্রামে উপস্থিত হন। আগ্রাদহ, ঝিকড়া, বাজিতপুর সহ ৬/৭টি গ্রামের ১০০’র মত চাষি কৃষক নেতাদের সাথে দেখা করেন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানেন। তাতে মোটামুটি জানা যায় কালনা ২নং ব্লকের ৩০ শতাংশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ পর্যন্ত ৪০ শতাংশ আলু লাগানো হয়েছিল। তা প্রায় সম্পূর্ণতই নষ্ট হয়ে গিয়েছে। উৎপাদন খরচ ও লাভজনক দাম না পেয়ে লোকসানের কথাও কৃষকরা তুলে ধরেন। কৃষক নেতারা এই নিয়ে এডিও’তে আবেদন করেন এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। দেশজুড়ে কৃষক আন্দোলনের জয়ের পরিস্থিতিতে কৃষক নেতাদের গ্রামে তাদের কথা শুনতে আসায় কৃষকরা উৎসাহ প্রকাশ করলেন। এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এআইকেএসসিসি’র রাজ্য সাংগঠনিক সম্পাদক কার্তিক পাল, অভিক সাহা, সমীর পুততুণ্ড সহ অন্যান্য নেতৃবৃন্দ।

খণ্ড-28
সংখ্যা-45