আবেদন
পাপিয়া মান্ডির পাশে দাঁড়ান
Stand with Papia

সবং কলেজের অধ‍্যাপিকা পাপিয়া মাণ্ডি জাতিবিদ্বেষী হেনস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। সুবিচারের দাবিতে লড়ে চলেছেন। সমস্ত ব্রাহ্মণ‍্যবাদী প্রতিহিংসাকে মোকাবিলা করে তিনি থানায় এফআইআর করেছেন। এসসি-এসটি নিপীড়ন নিবারণ আইনের বিবিধ ধারায় কলেজের অধ‍্যাপক নির্মল বেরা ও অধ‍্যক্ষ তপন দত্ত অভিযুক্ত। কিন্তু দেড় মাস হয়ে গেল এখনও তারা গ্রেপ্তার হননি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্দোলন শুরু হওয়ার পর জুডিশিয়াল ম্যাজি স্ট্রেটের পক্ষ থেকে পাপিয়া মাণ্ডির জবানবন্দি রেকর্ড করাতে বাধ‍্য হয়। গত ৬ ডিসেম্বর দিশম আদিবাসী গাঁওতা, আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি, আদিবাসী সেঙ্গেল অভিযান, এপিডিআর (মেদিনীপুর), মেদিনীপুর জেলা সাঁওতালি সাহিত‍্য একাডেমি ও অল ইণ্ডিয়া স্টুডেন্টস অ‍্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যৌথ প্রতিনিধি ডেপুটেশনে যাওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে। সেখানে সমগ্র বিষয় তুলে ধরা হয় এবং অবিলম্বে পোয়া আইন মোতাবেক অভিযুক্তদের গ্রেপ্তার করা ও কলেজ থেকে সাসপেণ্ড করার দাবি জানান হয়। আগামী ১৩ ডিসেম্বর ভারত জাকাত মাঝি পারগানা মহল সবং কলেজের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। পাপিয়ার লড়াইয়ের পাশে দাঁড়ান, জাতিবিদ্বেষ রুখে দাঁড়ান।

খণ্ড-28
সংখ্যা-43