বিবৃতি
ধিক্ ধিক্ ধিক্কার
Dhik Dhik Dhikkar

লকডাউন বিরোধী গণ উদ্যোগের আহ্বানে ১১ জানুয়ারি মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল হওয়ার কথা ছিল তার উপরে কলকাতা পুলিশের যে আক্রমণ নেমে এল তাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। মিছিল শুরু করতে না দিয়ে যেভাবে ছাত্রছাত্রী থেকে শুরু করে গণ আন্দোলনের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং গণতান্ত্রিক পরিসরের জন্য বিপদজনক বলেই আমরা মনে করি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রেসিডেন্সী সহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়াকে তালতলা এবং এন্টালি থানায় আটক করে রাখা হয়, পরবর্তীতে বিক্ষোভের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ কর্তৃপক্ষ।

আমরা অবিলম্বে সমস্ত আন্দোলনকারীর উপর চাপানো সমস্ত মিথ্যে মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। পাশাপাশি রাজ্য সরকারের উচিত অবিলম্বে সমস্ত ছাত্র সংগঠন ও সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনায় বসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিকল্প মডেল গঠনে উদ্যোগী হওয়া। সেই লক্ষ্যে আইসার আন্দোলন চলছে, চলবে।

খণ্ড-29
সংখ্যা-2