নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে আরওয়াইএ’র বিক্ষোভসভা
recruitment corruption

পূর্ব বর্ধমান জেলার কালনা ২নং ব্লকের বৈদ্যিপুর বাসস্ট্যান্ডে গত ১৯ জানুয়ারি রাজ্যব্যাপী বিপ্লবী যুব এসোসিয়েশনের ডাকে দুর্নীতি বিরোধী প্রচার অভিযান কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ প্রতিবাদসভা সংগঠিত করা হয়। সভায় বক্তব্য রাখেন আরওয়াইএ’র রাজ্য সম্পাদক রনজয় সেনগুপ্ত, রাজ্য কার্যকরী সভাপতি সজল দে ও ছাত্র যুব অধিকার মঞ্চের নেতা রাজিবুল ইসলাম, সেখ সিরাজউদ্দিন এবং সিপিআই(এমএল) লিবারেশনের কালনা লোকাল কমিটির সম্পাদক রফিকুল ইসলাম। বক্তারা রাজ্য সরকারের নিয়োগ নীতিতে দুর্নীতি বিশেষ করে শিক্ষক নিয়োগে লাগামহীন দুর্নীতি ও অপদার্থতার বিভিন্ন দিক তুলে ধরেন। এবং কলকাতার অবস্থান বিক্ষোভ আন্দোলনরত এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের আন্দোলনের সমর্থনে সোচ্চার হওয়ার আহবান জানান। গ্রামে গ্রামে ১০০ দিনের কাজ নিয়ে, আবাস যোজনার ঘরের অনুদান নিয়ে ও পঞ্চায়েত, বিএলআরও অফিস, অন্যান্য সরকারি অফিসের দুর্নীতি-দলবাজি ও তোলাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন আরওয়াইএ’র পূর্ব বর্ধমান জেলা নেতা সমীর বসাক, সুবীর মল্লিক প্রমুখ।

খণ্ড-29
সংখ্যা-4