খবরা-খবর
যুদ্ধবিরোধী মিছিলে শিলিগুড়ির নাগরিক সমাজ
anti-war procession

ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেনের ওপর পরমাণু শক্তিধর রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরোধিতা ও সৈন্য অপসারণের দাবি, আমেরিকা-ন্যাটো অক্ষের চলমান যুদ্ধে উস্কানি বন্ধ করা এবং ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের সরকারি উদ্যোগে নিখরচায় দেশে ফেরানোর দাবি নিয়ে শহরের নাগরিকেরা ১১ মার্চ যুদ্ধবিরোধী মিছিলে সামিল হলেন। মিছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ক্যান্টিন থেকে শুরু হয়ে হাসপাতাল রোড, হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড পরিক্রমা করে। বিশিষ্ট নাগরিকদের মধ্যে সামিল ছিলেন পার্থ চৌধুরী, রূপক দে সরকার, অভিরঞ্জন ভাদুড়ি, মুক্তি সরকার প্রমুখ সহ শতাধিক সহনাগরিকেরা।

খণ্ড-29
সংখ্যা-11