তিসরা ঝাঁকি - শঙ্খ ঘোষ
পঁচিশ বছর আগে উঠেছিল এই সোর —
‘ইয়ে তো পহেলা ঝাঁকি হ্যায়’
দুসরা ঝাঁকি ছিল বুঝি গুজরাতের অন্ধকারে
মুছে দেওয়া ন্যায়-অন্যায়।
আজ মনে হয় যেন সত্তর বছর পর
ঠিক-ঠিক সবাই স্বাধীন —
গরিবি কোথাও নেই, ভুখা নেই কোনোখানে
সামনে শুধু স্বচ্ছ আচ্ছে দিন।
তিসরা ঝাঁকি দিকে দিকে, কোনোখানে
কালবুর্গি কোথাও-বা গৌরী লঙ্কেশের
খরা জরা জলস্রোতে রক্তস্রোতে ভেসে যায়
স্বপ্ন যত ভবিষ্য দেশের।
গলায় মুণ্ডুর মালা তাথৈ তাথৈ নাচে
গোটা দেশ হয়েছে ভাস্বর —
আজ সে – পরীক্ষা হবে আমরা শুধু শববাহক
না কি কোনো সত্যভাষী স্বর!
(হোয়াটস অ্যাপের পাতা থেকে)
খণ্ড-26
সংখ্যা-36