খবরা-খবর
মিড-ডে-মিল রন্ধন কর্মীদের ভাতা বৃদ্ধির দাবিতে ডেপুটেশন
allowance of mid-day meal cooks

৫ আগস্ট হুগলির পান্ডুয়ায় বিডিও’র কাছে পশ্চিমবঙ্গ সংগ্রামী (মিড-ডে-মিল) রন্ধন কর্মী ইউনিয়নের পক্ষ থেকে গণডেপুটেশন দেওয়া হয়। এজন্য স্থানীয় রন্ধনকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা প্রচার করে নতুন নতুন স্কুলের কর্মীদের সামিল করেন। আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য ব্যস্ত থাকায় বিডিও রন্ধন কর্মীদের বেশি সময় দিতে পারেননি। তবে তিনি বলেন, আমি কি করতে পারি বলুন। উত্তরে বলা হয়, রন্ধনকর্মীদের দিয়ে স্কুলের শৌচালয় পরিষ্কার করানো হয়, যদিও সেটা তাঁদের কাজের মধ্যে পড়ে না, তাও আবার বিনা পারিশ্রমিকে। তার ওপর আছে ছাঁটাইয়ের হুমকি। এসব বন্ধ করতে হবে। স্কুলে রান্নার জন্য ড্রেস দিতে হবে এবং ১০০ দিনের কাজের প্রকল্পে রন্ধন কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, এই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করবেন। ভাতা বৃদ্ধি, সরকারি কর্মচারির স্বীকৃতি সহ পাঁচ দফা দাবি সম্পর্কে বলেন এগুলো ওপরে পাঠিয়ে দেবেন।

উৎসাহী কর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্নোগান দিতে দিতে মিছিল করে কর্মসূচি সমাপ্ত করেন। গোটা কর্মসূচির নেতৃত্ব দেন ছবি টুডু, সম্বরি হাঁসদা, মমতাজ, সরস্বতী বেসরা, ময়না সরেন ও জেলা সভানেত্রী চৈতালি সেন।

খণ্ড-29
সংখ্যা-31