উত্তরপ্রদেশে দমন-পীড়নের বিরুদ্ধে সপ্তাহব্যাপী প্রচারাভিযান
in Uttar Pradesh

৩০ আগষ্ট থেকে ৫ আগষ্ট নিবিড় প্রচারাভিযানে মূল মূল যে দাবি মানুষের মাঝে তুলে ধরা হয় তা হল, বিলকিস বানোর ধর্ষক ও গণহত্যাকারী দলের সাজা মকুবের সিদ্ধান্ত প্রত্যাহার কর, দলিত ছাত্র ইন্দ্র মেঘওয়ালকে মারধর করে মৃত্যুমুখে ঠেলে দিল যে শিক্ষক তাকে কঠোর শাস্তি দাও, সীতাপুর হরগাঁওয়ে দলিতদের ওপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার কর এবং আক্রান্তদের বিরুদ্ধেই মিথ্যা কেস দেওয়া পুলিশ অফিসারদের শাস্তি দাও, সীতাপুর জেলার পার্টি সেক্রেটরি অর্জুন লাল সহ সকলকে মুক্তি দাও।

এই সমস্ত দাবি তুলে ধরে ব্লক, তহশিল ও জেলা স্তরে প্রতিবাদসভা, মিছিল, ধরণা, জমায়েত সংগঠিত হয় এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানো হয়।

খণ্ড-29
সংখ্যা-36