খবরা-খবর
সিঙ্গুর আন্দোলনের সময়কালে দায়ের করা মিথ্যা মামলায় নদীয়ায় পার্টি নেতা গ্রেপ্তার!
leader arrested in Nadia

সিঙ্গুর আন্দোলনের দৌলতে ক্ষমতায় যাওয়া তৃণমূল সরকার সেই আন্দোলনের সময়কালে দায়ের করা মিথ্যা মামলা আজও প্রত্যাহার করেনি! সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য কমিটির সদস্য জীবন কবিরাজ ২০০৮ সালে সিঙ্গুর আন্দোলনের সমর্থনে বাংলা বনধের প্রচার করার সময় তাহেরপুরে বামফ্রন্টের হামলার সন্মুখীন হয়েছিলেন। পুলিশ তাঁকে এবং আরও কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয়। পরবর্তী কালে তৃণমূল সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব মিথ্যা মামলা তুলে নেওয়া হবে। কিন্তু গত ২৯ আগস্ট রাতে জীবন কবিরাজকে তাঁর তাহেরপুরের বাসগৃহ থেকে পুলিশ গ্রেপ্তার করে রানাঘাট আদালতে নিয়ে যায়। পরদিন তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

সিপিআই(এমএল) লিবারেশন তীব্র বিরোধিতা করছে তৃণমূল সরকারের এই দ্বিচারিতার, এবং দাবি জানাচ্ছে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করার জন্য দায়ের করা সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার। গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসা তৃণমূলের স্বৈরাচারী আচরণ আজ প্রকট হয়ে উঠেছে। গণআন্দোলনের উপর পুলিশী হামলা, এমনকি বিভিন্ন প্রচারমূলক কর্মসূচিতেও নেতৃত্ব ও কর্মীদের উপর মিথ্যা মামলা দায়ের করে ধারাবাহিকভাবে হয়রানি চালিয়ে যাওয়া নিয়মিত বিষয় হয়ে উঠেছে। গণতান্ত্রিক অধিকারের ওপর এই হামলার বিরুদ্ধে সমস্ত প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে প্রতিবাদে প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

খণ্ড-29
সংখ্যা-35