খবরা-খবর
রেল বিক্রির বিরুদ্ধে উলুবেড়িয়ায় প্রতিবাদ সভা
against rail sale

দেশের বৃহত্তম সরকারি চাকরির ক্ষেত্র ভারতীয় রেলকে বেসরকারীকরণের মোদী সরকারের ধারাবাহিক অপচেষ্টার বিরুদ্ধে ১৫ দিন ধরে চলা প্রচার অভিযানের সমাপ্তিতে গত ২৯ আগস্ট হাওড়ার উলুবেড়িয়া স্টেশনে এক প্রতিবাদী সমাবেশ সংগঠিত করে এআইসিহিটিইউ অনুমোদিত সাউথ ইস্টার্ন রেলওয়ে মজদুর ইউনিয়ন। সভায় ঠিকা ও স্থায়ী দুই বর্গের শ্রমিকদের উপস্থিতি ছিল ভালো মাত্রায়।

বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক ইউনিয়নের জনপ্রি়য় নেতা এন এন ব্যানার্জী, অপু ঘোষ, সিপিআই(এমএল) লিবারেশনের হাওড়া জেলা সম্পাদক দেবব্রত ভক্ত ও অন্যান্য নেতৃত্ব।

‘বেসরকারীকরণ থেকে আজাদী’ — এই শ্লোগান সামনে রেখে বিজেপি সরকারকে নিশানা করেন বক্তারা। শেষে ডিআরএম খড়গপুর দপ্তরে স্মারকলিপি পেশ করা হয়।

খণ্ড-29
সংখ্যা-34