খবরা-খবর
এআইএআরএলএ’র দক্ষিণ ২৪ পরগণা ১ম জেলা সম্মেলন
Conference of AIARLA

৪ সেপ্টেম্বর বজবজ জেলা অফিসে সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির দক্ষিণ ২৪ পরগণা ১ম জেলা সন্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি ছিলেন ৭৯ জন। ৪ জনের প্রেসিডিয়ামে ছিলেন ইন্দ্রজিৎ দত্ত, দেবযানী গোস্বামী, মমতাজ বিবি ও অনুপ সর্দার। শহীদ স্মরণের পর সম্মেলনের খসড়া প্রতিবেদন পাঠ করা হয়। এরপর রাজ্য পর্যবেক্ষক অজয় বসাকের বক্তব্যে, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি, সরকার ঘোষিত ন্যূনতম ৩২৩ টাকা মজুরি লীজচাষি ও অনথীভুক্ত ভাগচাষির পরিচয় পত্র ও সরকারি সুযোগ দেওয়া, সর্বোপরি গরিব মানুষদের মর্যাদা দেওয়া, সংগঠনকে শক্তিশালী করে পঞ্চায়েত ও ব্লকে দাবি নিয়ে ডেপুটেশন দেওয়ার কথা উচ্চারিত হয়। খসড়ার উপর বক্তব্য রাখেন ১৪ জন। সবার প্রায় একই কথা — ১০০ দিনের কাজ, বকেয়া মজুরি, আবাস যোজনায় ঘর, প্রতিটি মানুষের হাতে জবকার্ড চাই। আয়ারলা সংগঠন সেই ৩১ মে করন্দা কৃষিমজুর গণহত্যার শহীদ দিবস থেকে জনসংযোগ অভিযান চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে এখনো পর্যন্ত ৬,১০০ সদস্য সংগ্রহ করেছে। তিনটি ব্লকের মধ্যে কাছ চলছে। ঠাকুরপুকুর-মহেশতলা ব্লক, বিষ্ণুপুর-সাতগাছিয়া ১ নম্বর ব্লক ও বজবজ ১ নম্বর ব্লকে। তৃণমূল সরকার বলছে প্রায় সব কাজ সারা হয়ে গেছে, কিন্তু এই ব্লকগুলোতে জনসংযোগ অভিযানে গিয়ে দেখা যাচ্ছে দরিদ্র মানুষের করুণ অবস্থা। তাসত্ত্বেও এই জমায়েত সম্ভব হয়েছে। এই সন্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কিষাণ মহাসভার জেলা সম্পাদক দিলীপ পাল, সিপিআই(এমএল) জেলা সম্পাদক কিশোর সরকার, মহিলা সমিতির জেলা সম্পাদিকা কাজল দত্ত, আরওয়াইএ-এআইসিসিটিইউ ও শহর লোকাল কমিটির সম্পাদকেরা।

১৩ জনের নতুন কমিটি গঠিত হয়। সম্পাদক নির্বাচিত হন ইন্দ্রজিৎ দত্ত ও সভানেত্রী হন দেবযানী গোস্বামী। নব নির্বাচিত সম্পাদক বলেন, আগামী দিনে আরও কাজের ক্ষেত্র বাড়িয়ে বড় ধরনের আন্দোলনে নামতে হবে। সামনে জাতীয় সন্মেলনের সদস্য ও দেয় অর্থ পূরণ করতে সংগঠনকে এগিয়ে যেতে হবে। সামনের বছর পঞ্চায়েত নির্বাচনে যাতে গরিব মেহনতি মানুষেরা দাঁড়াতে পারেন তার চেষ্টা চালাতে হবে এবং সব আন্দোলন গড়ে তুলতে হবে গরিব মেহনতি মানুষের স্বার্থে। ডিসেম্বরে রাজ্য সন্মেলনের আগে মনরেগা মজদুর ইউনিয়ন গঠনের সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। আশাব্যাঞ্জক পরিকল্পনা নিয়ে সন্মেলনের কাজ শেষ হয়।

খণ্ড-29
সংখ্যা-35