অশোকনগরে স্মরণ সভা

memorial-meeting-in-ashoknagar
স্বজন বন্ধুদের উদ্যোগে গত ২৬ ফেব্রুয়ারি অশোকনগরে অনুষ্ঠিত হলো এক স্মরণ সভা। এই দিন ছিল দুলাল আম্বুলির প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে তিন নম্বর স্কীম কমিউনিটি হলে প্রথামাফিক সাংগঠনিক রীতির বাইরে আয়োজিত এই ঘরোয়া সভায় কথায় গানে স্মৃতিচারণে স্মরণ করা হল দুলাল আম্বুলি, দীপন সেনগুপ্ত, মিহির রায়চৌধুরী সহ অন্যান্যদের। যারা ৮০র দশকে নতুন পর্যায়ে সমাজ বদলের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে নিজেদের নিয়োজিত করেছিল। অশোকনগরের বুকে নকশালবাড়ি আন্দোলনকে পুনরুজ্জীবিত করার বহুমুখী কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়েছিল। এলাকায় ব্যাপক বিস্তৃত সাংস্কৃতিক সামাজিক প্রয়াস, উদ্বাস্তু মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সহ শ্রমজীবী মানুষের নানাবিধ আন্দোলনে সংগ্রামী বামপন্থার পতাকা নিয়ে সামিল হয়েছিল এক বিরাট সংখ্যক যুব শক্তি। একে সংগঠিত করার কাজে প্রয়াতদের বিশিষ্ট অবদানের কথা আলোচনায় উঠে এলো। তাঁদের অদম্য সংগ্রামী মনোবল, মানুষের সাথে একাত্মতা গড়ে তোলা, শহর ছাড়িয়ে গ্রামের মেহনতি মানুষের কাছে পৌঁছে যাওয়া – এইসব অনন্য ভূমিকার প্রসঙ্গ উপস্থিত সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করলেন যা আমাদের পাথেয় হয়ে থাকবে চিরকাল। সভায় সিপিআই(এমএল)-এর কর্মীরা ছাড়াও অংশগ্রহণ করেন দুলাল আম্বুলির কন্যা অন্বেষা, দীপন সেনগুপ্তের ভাই ধ্রুব প্রমূখ। সঞ্চালনা করেন বাবুনি মজুমদার।

খণ্ড-30
সংখ্যা-4