বিবৃতি
রাজ্যে নাগরিক গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের ওপর একের পর এক হামলাকে ধিক্কার
condemn-the-attacks-on-civil-democracy-and-free-expression-in-the-state

কৃত্তিবাসী রামায়ণে লেখা হনুমান জন্মবৃত্তান্ত পোস্ট দেওয়ায় বহরমপুরের ‘ঝড়’ পত্রিকার সম্পাদক ও প্রাবন্ধিক চন্দ্রপ্রকাশের গ্রেপ্তারকে তীব্র নিন্দা ও ধিক্কার জানান মুর্শিদাবাদ জেলা পার্টি সম্পাদক রাজীব রায়। এরাজ্যের পুলিশ ক্রমাগত হিন্দুত্ববাদীদের কাছে আত্মসমর্পণ করছে। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে দুজন ছাত্রীকে গ্রেপ্তার করার ঘটনাও নিন্দাযোগ্য। একদিকে দেশের সম্প্রীতি সৌহার্দ্য সহাবস্থানের সংস্কৃতিকে কলুষিত করে দেশের ঐক্যকে ভেতর থেকে টুকরো টুকরো করছে, অন্যদিকে মানুষের স্বাভাবিক অভিব্যক্তির ওপর হামলা চালাচ্ছে। রাণাঘাটের ‘সৃজক’ নাট্যদলের প্রতিষ্ঠাতা নিরুপম ভট্টাচার্যের উপরও অনুরূপ হামলা হল। নাটক বন্ধ করে হনুমান পূজা করতে হবে –এই হুমকিসহ সন্ত্রাস চালানো হল তাঁর ওপর। অথচ পুলিশ এক্ষেত্রে তাঁর অভিযোগ জমা নিতেই প্রথমে অস্বীকার করে। পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের পক্ষ থেকে সম্পাদক সরিৎ চক্রবর্তী ও নবান্ন পত্রিকার সম্পাদক নীতীশ রায় বিবৃতিতে ধিক্কারসহ জানিয়েছেন, লুম্পেন-সন্ত্রাস-ধর্মীয় উন্মাদনার অশুভ সংস্কৃতি রাজ্যে ফ্যাসিবাদের উর্বর জমি তৈরি করছে।

খণ্ড-30
সংখ্যা-10