ত্রিপুরায় আয়ারলা কর্মসূচি পালিত
aiarla-program

সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি ও সিপিআই(এমএল) লিবারেশন এর যৌথ উদ্যোগে ত্রিপুরায় সর্বভারতীয় ব্লক ডেপুটেশন কর্মসূচি গোমত জেলা সদর উদয়পুর মহকুমাশাসক (এসডিএম)-এর নিকট মাননীয় রাষ্ট্রপতির উদ্দেশ্য ১০ দফা দাবিতে অনুষ্ঠিত হয়।

এই ডেপুটেশনে ত্রিপুরা রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের নেতৃত্বে এক প্রতিনিধিদল মহকুমাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত মহকুমাশাসককে ডেপুটেশন দেন। প্রতিনিধিদলে ছিলেন সিপিআই(এমএল) লিবারেশন গোমতী জেলা কমিটির সম্পাদক গোপাল রায়, রাধাকিশোরপুর লোকাল কমিটি সম্পাদক দেবাশীষ রায় ওরফে রবি, খেতমজুর সভার পক্ষে মোজাম্মেল আহম্মেদ সরকার, বাবুল দত্ত, তাজের ইসলাম খাদিম, নজীর মিয়া সরকার, সন্তোষ দাস প্রমুখ। এখানে উল্লেখ্য, ব্লক কর্মসূচি হলেও মাতাবাড়ি ব্লক নিরাপত্তার অজুহাতে ডেপুটেশন গ্রহণ করতে রাজি হননি, যার ফলে মহকুমাশাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। ৩ মার্চ ২০১৮ বিজেপি জোট ক্ষমতায় আসার পর বিরোধীদের মিছিল, মিটিং, পার্টি অফিস আক্রান্ত। ২০২৩ সালে পুনরায় ৩৯ শতাংশ জনসমর্থন নিয়ে ৩৩টি আসন নিয়ে কোনোক্রমে ক্ষমতায় এসেছে, বিরোধীদের উপর দমনপীড়ন তথা নির্বাচনোত্তর সন্ত্রাস এখনো অব্যাহত। এরপরও সিপিআই(এমএল) লিবারেশন ও কৃষিমজুর সভার এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।

খণ্ড-30
সংখ্যা-14