খবরা-খবর
আইএসএফ আয়োজিত কনভেনশনে অংশ নিলেন বিভিন্ন বাম ও গণতান্ত্রিক দল
convention-organized-by-isf

১ আগস্ট ২০২৩, আইএসএফ’এর কনভেনশন হয়। এই কনভেনশনে ভাঙরের মানুষের জমায়েতের সাথে অন্যান্য কিছু জেলার মানুষ ছিলেন। যুবকেন্দ্র হল ছাপিয়ে জমায়েত হয়েছে। মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রথমে ভাষণ দেন সামসুর মল্লিক। তিনি বলেন, বিজেপির বিপদ এবং কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাতের বিষয়টাকে প্রাধান্যে রেখে রাজ্যে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সকল বামপন্থী গণতান্ত্রিক শক্তিকে নিয়ে আইএসএফ আন্দোলন গড়ে তুলতে চায়। আগামী দিনে প্রশাসনের কাছে ডেপুটেশন কর্মসূচী নেওয়া হবে বলে জানান।

এরপর, শহীদ পরিবারের সদস্যদের এবং গুলিতে আহত কর্মীদের মঞ্চে তোলা হয়। তাঁদের মধ্য থেকে কয়েকজন বক্তব্য রাখেন।

এরপর ‘আমরা আক্রান্ত’ ফোরামের অম্বিকেশ মহাপাত্র, সিপিআই(এমএল) লিবারেশনের দিবাকর ভট্টাচার্য্য, সিপিআই’এর গৌতম রায়, সিপিআইএম’এর শমীক লাহিড়ী, গাইঘাটার নিহত শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি প্রতিমা বিশ্বাসকে মঞ্চে ডেকে নেওয়া হয়।

এরা সবাই বক্তব্য রাখেন এবং শেষ বক্তা ছিলেন নওশাদ সিদ্দিকি।

নীতীশ রায়ের বুলডোজার রাজ বিরোধী গানের মধ্য দিয়ে কনভেনশন শেষ হয়।

প্রত্যেক বক্তাই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং ২০২৪-এ বিজেপিকে উৎখাত করার বিষয়টি রাখেন। সাথে সাথে রাজ্যে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা বলেন।

খণ্ড-30
সংখ্যা-26