খবরা-খবর
মুর্শিদাবাদ জেলায় সিপিআই(এমএল)-এর লোকাল সম্মেলন

গত ৩০ অক্টোবর বহরমপুর পার্টি অফিসে সিপিআই(এমএল) বহরমপুর লোকাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পর্যবেক্ষক ছিলেন হায়দার সেখ। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক রাজিব রায়। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সজল পাল। সম্মেলন শুরু হয় শহীদ স্মরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। শহীদ বেদীতে মাল্য দান করে নিরবতা পালনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সম্মেলনের সভাপতি নির্বাচিত হন শঙ্খ গুপ্ত। পর্যবেক্ষক বক্তব্য রাখেন। তারপর প্রতিবেদন পাঠ করেন শঙ্খ গুপ্ত। প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন ৮জন। বক্তব্য রাখেন রাজীব রায় ও সজল পাল। জবাবী ভাষন দেন শঙ্খ গুপ্ত। ৯ জনের লোকাল কমিটি গঠন করা হয়। রবি মন্ডল সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

৩ নভেম্বর ভবানন্দপুর গ্রামে কান্দি লোকাল সম্মেলন অনুষ্ঠিত হয়। পর্যবেক্ষক ছিলেন ফজলে আলম। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক রাজিব রায়। সম্মেলনে ৯জনের লোকাল কমিটি গঠন করা হয়। তোরাব্বুদ্দীন সেখ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ১৪ নভেম্বর সীজগ্রামে ভরপুর লোকাল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পর্যবেক্ষক ছিলেন কমরেড তোরাব্বুদ্দীন সেখ। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক রাজিব রায়। ৯জনের লোকাল কমিটি গঠন করা হয়েছে। সম্পাদক হিসেবে নির্বাচিত হন ফজলে আলম। মুর্শিদাবাদ জেলায় গত বছর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার নীচের লোকাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তাই এবার রাজ্য সম্মেলনের প্রক্রিয়ায় লোকাল সম্মেলনগুলো সংগঠিত করা হয়।

খণ্ড-25
সংখ্যা-36