মিড-ডে-মিল কর্মীদের ব্যারাকপুর এসডিও দপ্তর অভিযান
Barrackpore SDO office

১ অক্টোবর উত্তর ২৪ পরগণার ‘পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন কর্মী (মিড-ডে-মিল) ইউনিয়ন’ ৫ দফা দাবিতে ব্যারাকপুর এসডিও অফিস অভিযান করে। দাবি ছিল,

(১) ২০২০ সালের ন্যায় ২০২১ সালেও ১২ মাসের ভাতা দিতে হবে,
(২) অন্যান্য স্কীম কর্মীদের মতো শারদোৎসবে বিশেষ অনুদান দেওয়া,
(৩) প্রতিটি রন্ধন কর্মীদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিমাসে ভাতা দেওয়া,
(৪) মিড-ডে-মিলের নাম পাল্টানো চলবে না,
(৫) মিড-ডে-মিল কর্মীদের সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি দিতে হবে।

প্রায় দেড় শতাধিক রন্ধনকর্মী ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে প্রশাসনিক ভবনে যান। মিছিলের দৃপ্ত শ্লোগান রাস্তার দু’ধারের পথচলিত মানুষের নজর কেড়েছে। ডেপুটেশনে পাঁচজন প্রতিনিধির মধ্যে ছিলেন কর্মরত রন্ধনকর্মী রীনা নাথ, মঞ্জু দত্ত, মিলি কর্মকার, ইউনিয়নের রাজ্য নেত্রী অর্চনা ঘটক এবং এআইসিসিটিইউ জেলা সভাপতি নারায়ণ দে। সভায় বক্তব্য রাখেন রন্ধনকর্মী দীপিকা সেন ও কাকলি চক্রবর্তী। খড়দহ বিধানসভা উপনির্বাচন দিন ঘোষণা হওয়ায় এসডিও নির্বাচনী কাজে ব্যস্ততার জন্যে ডেপুটেশন নিতে পারেননি। তবে স্মারকলিপি জমা দেওয়া হয়। উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে দু’বার কর্মসূচি স্থগিত করা হয়। রন্ধন কর্মীদের ভাতা বৃদ্ধি নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে তা বোঝা যায় অল্প সময়ে রন্ধনকর্মীদের উপস্থিতি। সুযোগ আছে রাজ্যব্যাপী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার।

খণ্ড-28
সংখ্যা-36