খবরা-খবর
কৃষক বিক্ষোভের উপর হামলার প্রতিবাদে হুগলী জেলায় পাল্টা বিক্ষোভ কর্মসূচী

দিল্লির অদূরে উত্তরপ্রদেশের একটি এলাকায় কৃষক জমায়েতের উপর বিজেপি সরকারের বর্বর পুলিশি হামলার প্রতিবাদে আজ ৭ অক্টোবর সিপিআই(এম এল) লিবারেশনের উদ্যোগে হুগলী জেলার বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়। গ্রামাঞ্চলে বলাগড় ও পাণ্ডুয়া ব্লকের মহীপালপুর ও বৈঁচীতে জোরালো বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এবং মিছিল শেষে মহীপালপুরে মগরা-কালনা রোডের উপর সাময়িক অবরোধ হয় ও নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়, আর বৈঁচীতে লেভেল ক্রসিংয়ের কাছে সংক্ষিপ্ত পথসভার পরে কুশপুতুল দাহ করা হয়। এই দুটি জায়গায় নেতৃত্বে ছিলেন পার্টির হুগলি জেলা কমিটির সদস্য সেখ আনারুল ও মুকুল কুমার, ছিলেন এলাকার অন্যান্য কমরেডরা। শহরাঞ্চলে ব্যান্ডেল নেতাজী পার্ক এলাকায় জি টি রোডের ওপর সন্ধ্যায় কিছুক্ষণ জমায়েত করে অবস্থান করেন পার্টি কর্মীরা, শাসকের কুশপুতুল দাহ করা হয়, ব্যস্ত জনবহুল জায়গায় প্রচুর পথচারীর দৃষ্টি আকর্ষণ করে ও ভীড় জমে যায়। নেতৃত্বে ছিলেন জেলা নেতা স্বপন গুহ, ভিয়েত ব্যানার্জী সহ অন্যান্যরা। উত্তরপাড়া বিধানসভার কোতরং কলোনী বাজার পার্টি অফিস থেকে ধিক্কার মিছিল হিন্দমোটরের কিছু এলাকা পরিক্রমা করে নন্দনকানন মোড়ে শেষ হয় ও সেখানে দৃপ্ত স্লোগানের মধ্য দিয়ে মোদীর কুশপুতুল জ্বালিয়ে দেওয়া হয়। নেতৃত্ব দেন রাজ্য কমিটির সদস্য অপূর্ব ঘোষ, জেলা কমিটির প্রদীপ সরকার, সৌরভ ও নির্মাণ শ্রমিক সংগঠক ও পার্টি নেতা গজানন সাহা, সুজয় দে সহ অন্য সকল কমরেড। মহীপালপুর ও ব্যান্ডেলের কর্মসূচী দুটিতে উপস্থিত ছিলেন পার্টির হুগলী জেলার সম্পাদক প্রবীর হালদার।

খণ্ড-25
সংখ্যা-32