খবরা-খবর
বাঁকুড়ায় কৃষক ও শ্রমিক সংগঠনগুলির যৌথ প্রতিবাদ
banjk

বামপন্থী কৃষক সংগঠনের যৌথ মঞ্চ এআইকেএসসিসি এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার ধলডাঙি, ছাতনা, মাকুড়গ্রামে নীচের দাবিতে লকডাউনের নিয়ম মেনে মিছিল ও বিক্ষোভ কর্মসূচী হয়। এই কর্মসূচীতে ধলডাঙায় বক্তব্য রাখেন সিটু জেলা নেতা প্রতীপ মুখার্জি, সিপিআই(এমএল) লিবারেশন এর কৃষক সংগঠন এআইকেএম  নেতা বাবলু ব্যানার্জি, অগ্রগামী কিষান সভার নেতা শ্যামাপদ ডাঙর, সিপিআই-এর কৃষক নেতা জয় হালদার। ছাতনাতে রাখেন এআইকেএস নেতা যদুনাথ রায়। মাকুড়গ্রামে রাখেন এআইকেএম নেতা বাবলু ব্যানার্জি।

দাবি -- (১) আমফান ঝড়কে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে। (২) আমফান ঝড় ও লকডাউনে ক্ষতিগ্রস্ত কৃষকদের একর প্রতি ২৫০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। (৩) অত্যাবশ্যকীয় পন্য আইন তুলে দিয়ে কালোবাজারি ও মজুতদারিকে বৈধ করা চলবে না। (৪) চুক্তি চাষের নামে চাষের জমি বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া চলবে না। (৫) লকডাউনে কাজ হারা সব গরিব মানুষদের মাসে ১০০০০ টাকা লকডাউন ভাতা দিতে হবে। (৬) লকডাউনের সুযোগ নিয়ে শ্রম আইন গুলো বাতিল করা চলবে না। (৭) লকডাউনের সুযোগে ৮ ঘণ্টার কাজ কে ১২ ঘণ্টা করা চলবে না।

এছাড়াও বিষ্ণুপুর, বড়জোড়া, তালডাংরা, হীড়বাঁধ সহ বিভিন্ন ব্লকে কর্মসূচী পালিত হয়।

খণ্ড-27