জাতীয় প্রতিরক্ষা শিল্পকে নিগমীকরণের বিরুদ্ধে কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে স্ট্রাইক নোটিস
ve

একটি প্রেস বিবৃতিতে জিএসএফ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবীর বোস জানিয়েছেন, ৭ আগস্ট ২০২০ ন্যাশন্যাল প্রোগ্রেসিভ ডিফেন্স এমপ্লয়ীজ ফেডারেশনের নির্দেশে জিএসএফ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে গান অ্যান্ড শেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজারের হাতে স্ট্রাইক নোটিস প্রদান করা হয়। ইউনিয়নের পক্ষ থেকে সাধারন সম্পদক সুবীর কুমার বোস ও যুগ্ম সম্পাদক নিত্যানন্দ দাস জেনারেল ম্যানেজারের অফিসে অন্যান্য উচ্চ আধিকারিক ও সিকিউরিটি অফিসারের উপস্থিতিতে এই নোটিস দেন। এরপর জিএসএফ জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে অফিস বেয়ারার ও এক্সিকিউটিভ সদস্যদের লাঞ্চ বয়কটের মধ্য দিয়ে লাগাতর ধর্মঘটের প্রচার শুরু হয়। ঐদিনই ওয়ার্কার্স ইউনিয়ন ও গাণ অ্যান্ড শেল ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষিক বৈঠক হয়। কর্তৃপক্ষ প্রতিরক্ষা শিল্পে কর্পোরাটাইজশন মেনে নিয়ে ধর্মঘট তুলে নেওয়ার কথা বলে। ইউনিয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় সরকারের কাছ থেকে প্রতিরক্ষা শিল্পে করপোরেশন করার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা ঘোষণা করা হলেই ধর্মঘট প্রতাহার করা হবে। শ্রমিকদের সমর্থনের বার্তা সরকারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয় কর্তৃপক্ষের কাছে।

জি এস এফ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে ৮ আগস্ট “সেভ ইন্ডিয়া দিবস” পালন করা হয়।

খণ্ড-27
সংখ্যা-28