খবরা-খবর
কিষাণ গণতন্ত্র দিবসের সমর্থনে বারাসাতে অবস্থান
nna

দিল্লির বুকে চলমান কৃষক আন্দোলন এবং কিষাণ গণতন্ত্রের ট্রাক্টর প্যারেডের সমর্থনে ছাত্র সংগঠন আইসা, এআইপিএফ এবং বারাসাত এপিডিআর-এর উদ্যোগে ২৬ জানুয়ারী কলোনি মোড়ে এক গণঅবস্থান কর্মসূচী পালিত হল। সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গানে কবিতায় এবং বক্তৃতায় অবস্থান মঞ্চ ছিল পরিপূর্ণ। কবি সৃজন সেন কৃষক আন্দোলনের উপর ধারাবাহিক পোস্টার প্রদর্শনী বিশেষ আকর্ষণ তৈরি করে। গান এবং কবিতা আবৃতি করেন ভারতী দি। আইসার পক্ষ থেকে বক্তব্য রাখেন তপু সরকার। এআইপিএফএর তরফে বক্তব্য রাখেন অনিমেষ চক্রবর্তী, সুজিত ঘোষ। এপিডি আর এর প্রাক্তন রাজ্য সম্পাদক দেব প্রসাদ রায় সুজন দত্ত, জয়ন্ত সিনহা সহ অধিকার আন্দোলনের অনেক কর্মী অবস্থানে অংশ নেন এবং বক্তৃতা করেন। সমস্ত বক্তা কৃষক এবং কৃষি-বিরোধী কালা কানুনের তীব্র বিরোধিতা করেন এবং ২০২১ পশ্চিমবাংলায় নির্বাচনে যাতে কোনোভাবেই বিজেপি ক্ষমতায় আসতে না পারে সে কারণে ধারাবাহিক প্রচার গড়ে তোলার উপর জোর দেন। অবস্থানে বেহালায় গণসংগীত পরিবেশন করেন মল্লিনাথ ভট্টাচার্য। সমগ্র কর্মসূচী পরিচালনা করেন বাপ্পা।

খণ্ড-28
সংখ্যা-4