কমরেড প্রদীপ ব্যানার্জী
ggg

গত ৪ আগস্ট  শিলিগুড়ির শান্তিনগরে নিজস্ব বাসভবনে ৭৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কমরেড প্রদীপ ব্যানার্জী, যিনি রানা নামে পরিচিত। সিপিআই(এমএল)-এর রাজ্য ও কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। ৭০ দশকের প্রথম থেকেই পার্টির সাথে যুক্ত ছিলেন। কমরেড অনল, কঙ্কর, বক্সিদা, রানা সব একই কারখানায় কাজ করতেন। দূর্গাপুর স্টিল প্ল্যান্টে ব্ল্যাস্ট ফার্নেস ডিপার্টমেন্টে কাজ করতেন। নকশালবাড়ি আন্দোলন ধাক্কা খাওয়ার পর হতাশা, দ্বিধা, সংশয়ের পরিবেশ অতিক্রম করে পার্টি পুনর্গঠনের পর্বে চাকরি ছেড়ে পেশাদার বিপ্লবী ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন। প্রথমে গ্রামের কৃষক জনগণের মধ্যে সংগঠন গড়ে তোলার কাজে হাত দেওয়া, ক্রমে ক্রমে পার্টির বিভিন্ন দায়িত্ব ও ভূমিকা নিতে শুরু করেন কমরেড রানা। কলকাতা জেলা পার্টির কাজে এবং ছাত্রদের মধ্যে বেশ কিছু দিন দায়িত্ব নিয়ে কাজ করেছেন। পরবর্তীতে উত্তরবাংলায় জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার কাজ করেছেন। কমরেড রানার আত্মত্যাগ এবং বিগত দিনের কাজের অবদান রাজ্য পার্টি বরাবর মনে রাখবে। তাঁর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং তার পরিবার পরিজনদের শোকের সাথে সমবেদনা জানাচ্ছি। কমরেড প্রদীপ ব্যানার্জি লাল সেলাম।

-কার্তিক পাল 

খণ্ড-27
সংখ্যা-27