কমরেড শ্রীকৃষ্ণ পাল প্রয়াত
comrade-shrikrishna-pal

ঘনিষ্ঠ সাথী কমরেড শ্রীকৃষ্ণ পাল ১৫ জুলাই ২০২৩ সকালে প্রয়াত হন। তিনি হুগলির বাঁশবেড়িয়ায় নকশালবাড়ি আন্দোলন ও পরবর্তীকালে আইপিএফের গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। তিনি কৃষ্ণাদা নামেই পরিচিত ছিলেন। তিনি ডানলপের শ্রমিক ছিলেন, আটের দশকে ডানলপে যে ঐক্যবদ্ধ শ্রমিক ধর্মঘট হয় কৃষ্ণাদা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি বাঁশবেড়িয়া উইন্ডো গ্লাস কারখানায় মহিলাদের নিয়ে ইউনিয়ন গড়ে তোলেন। বন্ধ ডানলপ কারখানার শ্রমিকদের বকেয়া প্রদানের দাবিতে এখনও তিনি ছিলেন সক্রিয়।

কৃষ্ণাদার স্ত্রী আইপিএফের হয়ে বাঁশবেড়িয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কৃষ্ণাদা মানবাধিকার সংগঠনের সাথেও যুক্ত ছিলেন।

নকশালবাড়ির ৫০ বর্ষে তিনি পার্টি কর্মসূচিতে শিলিগুড়ি গিয়েছিলেন।

কমরেড শ্রীকৃষ্ণ পাল লাল সেলাম!

খণ্ড-30
সংখ্যা-24