খবরা-খবর
বালি খাদানের শ্রমিকদের উপর বালি মাফিয়াদের মারমুখী আক্রমণ

যে শ্রমিকরা কিরকিরির বালি খাদানে কাজ করছিলেন, বালি মাফিয়ার লোকজন লাঠি নিয়ে সেই মহাদলিত শ্রমিকদের উপর আক্রমণ চালালো এবং সেই খাদান থেকে ওদের বার করে দিল। এই আক্রমণ মুখ বুজে মেনে না নিয়ে সিপিআই(এমএল)-এর নেতৃত্বে বালি শ্রমিকরা ২১ নভেম্বর রাত ১১টায় কিরকিরির বালি খাদানে অবরোধ তৈরি করলেন এবং ২২ নভেম্বর আজিমাবাদের কাছে রাত ৩টে থেকে আরা-সিকাড্ডি রাজ্য সড়ক অবরোধ করলেন। সকাল ১০টায় আজিমাবাদ থানার ভারপ্রাপ্ত অফিসার লিখিত প্রতিশ্রুতি দিলেন যে, বালি খাদানে আগের মতই কাজ চলবে এবং কেউ বালি শ্রমিকদের খাদান থেকে বার করে দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে এফ আই আর করা হবে।

এই বিজয়ের পর বালি শ্রমিকরা খাদান ও রাজ্য সড়কের উপর থেকে অবরোধ তুলে নেন। সিপিআই(এমএল)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ মঞ্জিল জানান, খাদানে কোনভাবেই জে সি বি এবং পোকেলান মেসিনকে কাজে লাগাতে দেওয়া যাবে না। বালি খাদান থেকে হাজার হাজার দরিদ্র ও দলিত শ্রমিকদের জীবিকা নির্বাহ হয় এবং সেখানে মাফিয়াদের ঢুকতে দেওয়া যাবে না।

খণ্ড-25
সংখ্যা-37