কমরেড ধূর্জটি প্রসাদ বক্সীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন

সিপিআই(এমএল) লিবারেশনের প্রয়াত নেতা কমরেড ধূর্জটি প্রসাদ বক্সী (প্রণব)-র প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয় গত ২৬ জুলাই কলকাতায় পার্টির রাজ্য অফিসে। ঠিক এক বছর আগে ঐ দিনে তিনি প্রয়াত হন। পার্টি অফিসে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত নেতৃবৃন্দ এবং সংগঠক ও কর্মীরা সকলে শ্রদ্ধা নিবেদন করেন। কমরেড ডি পি বক্সীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দলের অন্যতম কেন্দ্রীয় নেতা কার্তিক পাল সহ রাজ্যের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ও সংগঠক-কর্মীবৃন্দ। বক্তব্য রাখেন কল্যাণ গোস্বামী, মীনা পাল, বাসুদেব বসু, নির্মল ঘোষ, অশোক সেনগুপ্ত (রূপো), ছাত্র নেতা স্বর্ণেন্দু ও অনিমেষ চক্রবর্তী। প্রত্যেকেই প্রয়াত কমরেডের অবদান থেকে শিক্ষা নিয়ে পার্টিকে শক্তিশালী করা, অনুশীলনের ধারাকে সৃজনশীল করে তোলা এবং আজকের যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ — ফ্যাসিবাদকে মোকাবিলা করতে সর্বাত্মক উদ্যোগ ও সক্রিয়তার সাথে নিজেদের ভূমিকা পালন করার কথা বলেন। শুরুতে এক মরমীয়া সঙ্গীত পরিবেশন করেন বাবুনি মজুমদার। স্মরণ কর্মসূচী সঞ্চালনা করেন পার্টির রাজ্য সম্পাদক পার্থ ঘোষ। তিনি প্রয়াত কমরেডের গুণগুলি থেকে সমস্ত কমরেডদের শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। শেষ পর্বে কমরেড ডি পি বক্সীর একবছর আগের স্মরণসভার একটি ভিডিও চিত্র দেখানো হয়। ভিডিওটি নির্মাণ করেছেন মিতালী। অনেক রাতে পার্টি অফিসে আসেন পার্টির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, তিনি প্রয়াত কমরেডের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

খণ্ড-26
সংখ্যা-23