বিবৃতি
সাম্প্রদায়িক গণহত্যা বন্ধ কর

বিজেপি-এরএসএসের নেতৃত্বে এবং দিল্লী পুলিশের প্রকাশ্য মদতে দিল্লীতে যে হিংস্র অভিযান চলছে তাকে তীব্র ধিক্কার জানায় সিপিআই(এমএল)। ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রাণহানি ঘটে গেছে, কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এবং বাড়িঘর, দোকানপাট ও জীবনজীবিকা ধ্বংস হয়েছে। বিজেপি নেতা কপিল মিশ্র এই গণহত্যা কর্মসূচীর প্ররোচনা দিয়েছে ও পরিচালনা করছে। অবিলম্বে কপিল মিশ্রকে গ্রেপ্তার করে অপরাধীদের শাস্তি দেওয়ার কার্যকরী ব্যবস্থা নিয়ে শান্তি প্রতিষ্ঠা করার দাবি জানাই আমরা। রাজধানীতে বিজেপির নেতৃত্বে ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা এই সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে সোচ্চার হতে দেশের সকল শান্তিপ্রিয় মানুষের কাছে আমরা আবেদন জানাব। বিভাজনকামী ও বৈষম্যমূলক সিএএ-এনআরসি-এনপিআর প্রকল্প এবং সংবিধান ও নাগরিকত্বের ওপর ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের সাথে আমরা আছি। সমস্ত নৃশংস রাষ্ট্রীয় হামলা ও ফ্যাসিস্ট হিংস্রতা মোকাবিলা করেই এই প্রতিবাদ জারি আছে, প্রতিবাদীদের বিরুদ্ধে কুৎসিত অপপ্রচার ও বিদ্বেষ ছড়িয়ে দিল্লী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটারদের মাঝে সাম্প্রদায়িক মেরুকরণের যে প্রচেষ্টা বিজেপি চালিয়েছিল তাকেও দিল্লীর মানুষ সজোরে প্রত্যাখ্যান করেছেন। মরীয়া হয়ে মোদি-শাহ-রাজ এখন শান্তিপূর্ণ প্রতিবাদের প্রাণশক্তিকে রক্তবন্যায় ডুবিয়ে দিতে চাইছে। যে কোনও মূল্যে এই অপচেষ্টাকে বানচাল করে দিতে হবে আমাদের। সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী প্রতিবাদকে আরও শক্তি, আরও শক্তিশালী হোক শান্তি সংহতি সুবিচারের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ সংকল্প।

riot

- সিপিআই(এমএল) কেন্দ্রীয় কমিটি

খণ্ড-27
সংখ্যা-5