খবরা-খবর
সংঘটিত হল প্রকল্প কর্মীদের ধর্মঘট
ashoknatar strike

১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী পালিত হল আশা, অঙ্গনওয়ারী, মিড-ডে-মিল সহ প্রকল্প কর্মীদের ধর্মঘট।

আহ্বায়কদের অন্যতম এআইসিসিটিইউ পরিচালিত সারা ভারত প্রকল্প কর্মী ফেডারেশন (এআইএসডব্লিউএফ) ভুক্ত পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন কর্মী ইউনিয়নের উত্তর ২৪ পরগণার অশোকনগর শাখার কর্মীরা বিক্ষোভ ও ডেপুটেশনে সামিল হন। এই কর্মসূচি থেকে প্রকল্প কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, ন্যূনতম মজুরি, ভবিষ্যত সুরক্ষার নানা দাবিতে ধর্মঘট চলছে বলে ঘোষণা করা হয়। বিজেপি সরকারের শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনমুখী পরিষেবাগুলিতে মহিলাদের বেগার খাটানোর এবং বর্তমানে সেটাও তুলে দেবার নানা অপচেষ্টা প্রতিহত করার ডাক দেওয়া হয়। এক প্রতিনিধিদল স্থানীয় পৌরসভায় দাবিগুলো নিয়ে স্মারকলিপি প্রদান করে।

ফেডারেশনের রাজ্যনেত্রী জয়শ্রী দাস ঐ দাবিগুলি নিয়ে ২৭ সেপ্টেম্বর কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির ডাকা ভারত বন্ধে কর্মীরা সামিল হবেন বলে জানান।

খণ্ড-28
সংখ্যা-35