খবরা-খবর
সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ
against communal divisions


ভারতীয় উপমহাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে, “হাতে হাত রেখে পার হবো এই বিষের বিষাদ সিন্ধু, সাম্প্রদায়িক বিভেদের ঢেউ রুখবো...” শিরোনামে বজবজ মহেশতলার সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয় কালিপুরে মনোরঞ্জন নস্কর ভবনে। গানে বজবজ চলার পথে গণসাংস্কৃতিক সংস্থা’র সেখ সাবির (রাজা), অভিজিৎ মন্ডল, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সম্পাদক নীতীশ রায়। কবিতা পাঠ করেন স্ফুলিঙ্গ’র সুবীর দত্ত, চলার পথে শ‍্যামল চক্রবর্তী ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি কৌনিক সেন। বক্তব‍্য রাখেন ‘দৃষ্টিপথ’ পত্রিকা’র সম্পাদক সৌম্য সেনগুপ্ত, সামাজিক রাজনৈতিক কর্মী দিলীপ পাল ও কিশোর সরকার। সভা পরিচালনা করেন অঞ্জন ঘোষ। সমগ্র কর্মসূচি সঞ্চালন করেন চলার পথে সাংস্কৃতিক সংস্থা’র সভাপতি দেবাশিস মিত্র। আগামীদিনে সাম্প্রদায়িক ফ‍্যাসিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার শপথ নেওয়া হয়।

খণ্ড-28
সংখ্যা-40