খবরা-খবর
পরিবেশ ধ্বংসকারী দেউচা-পাঁচামী প্রকল্প চাই না
Deucha-Panchami

১২ ডিসেম্বর নৈহাটির গরুরফাঁড়িতে অনুষ্ঠিত হল ‘প্রকৃতি-পরিবেশ ভাবনা জমায়েত’। এনআইএসসি, হালিসহর বিজ্ঞান পরিষদ, অগ্নিবীণা সহ বিভিন্ন বিজ্ঞান ও সাংস্কৃতিক সংগঠন এবং অঞ্চলের নাগরিকদের মিলিত উদ্যোগে জমায়েতস্থল মুখর হয়ে উঠে। কথা-কবিতা-গান-স্লাইড প্রদর্শনের মধ্য দিয়ে উঠে আসে প্রকৃতি-পরিবেশের অবধারিত বিপর্যয়ের ধারাবিবরণীর বিরুদ্ধে জীবনের জয়গান। সভা থেকে কৃষক-আদিবাসী উচ্ছেদকারী ও পরিবেশ ধ্বংসকারী দেউচা-পাঁচামী কয়লাখনির বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়। অঙ্গীকার করা হয় ‘সুন্দরবন বাঁচাও’ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এন‌আইএসসি-র পক্ষ থেকে বঙ্কিম দত্ত।

খণ্ড-28
সংখ্যা-44