১২ ফেব্রুয়ারি সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির ২৯তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়, তার রিপোর্ট প্রকাশ হয়েছিল এই পত্রিকার গত সংখ্যায়। ন্যায়, স্বাধীনতা ও সমতার লড়াইয়ে দীর্ঘদিন ধরে সমিতির ভূমিকা গ্রহণ ও আজকের দিনে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়। আওয়াজ তোলা হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মেয়েদের উপর মৌলবাদী ও রাষ্ট্রীয় হামলা বন্ধ কর। কলকাতায় ঐদিন যাদবপুর ৮বি বাসষ্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। দেশজোড়া আইপোয়ার দাবিগুচ্ছ ও হিন্দুত্ববাদী আক্রমণের বিরুদ্ধে আইপোয়া’র লড়াইকে ঊর্ধ্বে তুলে ধরে এই রাজ্যের সাম্প্রতিক নরেন্দ্রপুর থানায় আইপোয়া এবং আইসা কর্মীদের উপর পুলিশী সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। অবিলম্বে দোষী পুলিশ অফিসার ও পুলিশ কর্মচারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। সভার শুরুতে সঙ্গীত পরিবেশন করেন সাথী স্বপন চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন আইপোয়া’র পক্ষ থেকে চন্দ্রাস্মিতা চৌধুরী, স্নিগ্ধা বসু, সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য কমিটি সদস্য অমিত দাশগুপ্ত, ডব্লিউএসএস’এর নিশা বিশ্বাস এবং গণআন্দোলনের সমাজকর্মী সৌরভ রায় চৌধুরী ও তমাল চক্রবর্তী। সমগ্র কর্মসূচি পরিচালনা করেন আইপোয়া’র রাজ্য সম্পাদিকা ইন্দ্রাণী দত্ত।