খবরা-খবর
পুলিশী সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ
against police terror

শিলিগুড়ি

২২ ফেব্রুয়ারি, রাজ্যর শাসক দলের মদতে নরেন্দ্রপুর থানায়, দেউচা-পাঁচামীতে পুলিশী সন্ত্রাস সর্বোপরি এনআরসি, এনপিআর, সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের হত্যার প্রতিবাদে এবং আনিস খানের মৃত্যুতে পরিবারের একজন সদস্যকে রেখে কমিটি তৈরি করে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে গোষ্টপালের মূর্তির সামনে এসে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার এবং জেলাসদস্যা জেলা সম্পাদক পবিত্র সিংহ, জেলা সদস্য মোজাম্মেল হক, মুক্তি সরকার, মীরা চতুর্বেদী, শাশ্বতী সেনগুপ্ত, শিলিগুড়ি লোকাল সদস্য রুবী সেনগুপ্ত, রজত বর্ম, প্রলয় চতুর্বেদী প্রমুখ।

আসানসোল

২২ ফেব্রুয়ারি আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিসের হত্যার বিরুদ্ধে ও বীরভূমের দেউচা-পাঁচামীতে প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলনকারী গ্রামবাসী এবং এই আন্দোলন পক্ষে দাঁড়ানো ও তাকে সাহায্য করার জন্য যেসব সংগঠন পাশে দাঁড়িয়েছে তাদের তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট গুন্ডাবাহিনী ও পুলিশ যৌথভাবে আক্রমণ নামিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করছে। এর প্রতিবাদে আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে এক প্রতিবাদীসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দলিত ও সংখ্যালঘু মঞ্চের পক্ষে স্বপন দাস, সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষ থেকে সোমনাথ চ্যাটার্জি, স্বদেশ চ্যাটার্জি ও প্রদীপ ব্যানার্জি।

খণ্ড-29
সংখ্যা-8