৯ আগস্ট আইসার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
anniversary of AISA

৯ আগস্ট আইসার ৩২তম প্রতিষ্ঠা দিবসে বালির কৈলাস ব্যানার্জী লেনের শহীদ বেদীতে পালিত হয় সংগঠিত শিক্ষার্থী আন্দোলনের সমস্ত শহীদদের উদ্দেশ্যে স্মরণ কর্মসূচি। পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইসার রাজ্য সভাপতি নীলাসিস বসু ও হাওড়া জেলা সম্পাদক অঙ্কিত সহ জেলার ছাত্রযুব নেতৃত্ব। পাশাপাশি বালি গ্রামাঞ্চলে সন্ধ্যায় দূর্গাপুরে শহীদ-স্মরণ কর্মসূচি পালিত হয়। বিজেপি ভারত ছাড়ো এই আহ্বানের কর্মসূচিতে, শহীদ বেদীতে মাল‍্যদান করেন পার্থসারথী মিত্র। সংক্ষিপ্ত বক্তব‍্য রাখেন দীপক চক্রবর্তী। ৯ আগস্টেই মধ্য হাওড়ার ৭০ দশকে শহীদ হন ছাত্র শক্তি রায়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে পার্টির মধ্য হাওড়া লোকাল কমিটির উদ্যোগে হালদার পাড়া শহীদ বেদীর সামনে পথসভা ও শহীদ শক্তি রায় স্মরণ কর্মসূচি।
বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক দেবব্রত ভক্ত সহ পার্টির বিভিন্ন নেতৃত্ব।

ঐতিহাসিক এই ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনার দিন এবং বিশ্ব আদিবাসী দিবস। এই বিশেষ দিনেই ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস ও তার আহ্বানকে সামনে রেখে প্রগতিশীল নাগরিক উদ্যোগ (বালি)-র উদ্যোগে স্থানীয় আশুতোষ গ্রন্থাগারে সন্ধ্যায়। আয়োজিত হয়েছিল একটি আলোচনা সভার। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের পলিটব্যুরো সদস্য ডা: পার্থ ঘোষ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড: মৃন্ময় প্রামাণিক; সভার সূচনা করেন এলাকার বিশিষ্ট শিক্ষক মোহন হালদার। অতিথিদের বরণ করে নেওয়া হয় চারাগাছ প্রদানের মধ্য দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অমিতাভ ব্যানার্জী। আবৃত্তি পরিবেশন করেন ছাত্রী স্নেহা চক্রবর্তী। সমগ্র আলোচনা সভা সঞ্চালনা করেন প্রগতিশীল নাগরিক উদ্যোগ (বালি)-র আহ্বায়ক অমিতাভ ব্যানার্জী।

এই আলোচনা সভায় ডঃ মৃন্ময় প্রামাণিক তার সুপরিণত ভঙ্গিতে ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্ত্যজ (দলিত)দের মহান ভূমিকা ও আত্মত্যাগের ইতিহাসকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরেন। উত্তর-পূর্ব ভারতের দলিত বর্গের বিশেষত নারীদের আত্মত্যাগ ও গণ অভ্যুত্থানের মহান আদর্শকে প্রাঞ্জলভাবে রাখেন।

আলোচনাসভার অন্যতম বক্তা ডাঃ পার্থ ঘোষ শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে তাঁর অসাধারণ বাচনভঙ্গিতে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও তাতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বিশ্বাসঘাতকতাকে অত্যন্ত সহজভাবে তুলে ধরেন। বর্তমানে স্বাধীনতা ৭৫-এর মর্মবস্তু এবং তাতে বামপন্থীদের ভূমিকার কথা তিনি উল্লেখ করেন।

দুই বক্তার ঋদ্ধ বক্তব্য ও উপস্থাপনায় শ্রোতারা সমৃদ্ধ ও অনুপ্রাণিত হয়েছেন।

খণ্ড-29
সংখ্যা-31