খবরা-খবর
কাওয়াখালি-পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটির মিছিলে পুলিশী নিপীড়নকে ধিক্কার
Kawakhali-Porajhar Bhumi Raksha Committee

শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি-পোড়াঝাড় এবং তিস্তা-মহানন্দা সেচ এলাকার ভূমিহারা কৃষকেরা দীর্ঘদিন লড়ছেন উচ্ছেদের বিরুদ্ধে, জমি ফিরিয়ে দেওয়ার ও ন্যায্য পুনর্বাসনের দাবিতে। এই দুই এলাকায় গড়ে ওঠা দুটি ভূমি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে গত ১৭ আগস্ট শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে শান্তিপূর্ণ আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। পুলিশ ও প্রশাসনিক দপ্তরগুলিকে অনেক আগেই চিঠি দিয়ে জানানো ছিল। এতৎসত্ত্বেও, শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্যান্টিনের সামনে থেকে মিছিল সংঘটিত করার জমায়েত থেকে মিছিল শুরুর আগেই হুমকি ও বলপ্রয়োগ করে পুলিশ ভূমি রক্ষা কমিটির বিভিন্ন নেতা সহ শতাধিক কৃষককে গ্রেপ্তার করে। সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার বিবৃতি দিয়ে টিএমসি সরকারের পুলিশ বাহিনীর এই অযাচিত ও গণতন্ত্রবিরোধী আচরণের তীব্র নিন্দা জানান এবং গ্রেপ্তারকৃত আন্দোলনকারীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। জমি হস্তান্তর সম্পর্কিত দুর্নীতি, তোলাবাজি, উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত স্তরের নাগরিকদের সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন অভিজিৎ মজুমদার।

খণ্ড-29
সংখ্যা-36