নুমালিগড় তৈল শোধনাগারে এআইসিসিটিইউ’র বিক্ষোভ
aicctu-protest

গত ৪ এপ্রিল ২০২৩ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এআইসিসিটিইউ অনুমোদিত এনআরএল ডেইলি বেসিস অ্যান্ড মান্থলি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে দার্জিলিং জেলার ফাঁসীদেওয়া ব্লকের রাঙাপাণি স্থিত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা নুমালিগড় তৈল শোধনাগারের শিলিগুড়ি টার্মিনালের সিনিয়র ম্যানেজারের কাছে শ্রমিক স্বার্থে ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে দাবিগুলির সপক্ষে দীর্ঘ সময় দ্বিপাক্ষিক আলোচনা চালানো হয়। মূখ্য দাবিগুলি হলো ২০০৩ সালে এনআরএল টার্মিনাল স্থাপনের জন্য উচ্ছেদকৃত কৃষিজীবিী পরিবারগুলি থেকে কমপক্ষে একজন সদস্যকে স্থায়ী চাকরি দিতে হবে, সমস্ত শূণ্যপদে অবিলম্বে স্থানীয় কর্মী নিয়োগ করতে হবে, দৈনিক ও মাসিক মজুরিতে কর্মরত শ্রমিকদের স্থায়ীকরণ করতে হবে, কেন্দ্রীয় সরকার পরিচালিত এই নুমালিগড় টার্মিনালে কর্মরত স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের কেন্দ্রীয় সিডিউল অনুযায়ী ন্যায্য মজুরি দিতে হবে প্রভৃতি। শ্রমিক ও ভূমিহারাদের সম্মিলিত মিছিল ও ডেপুটেশনে নেতৃত্ব দেন ইউনিয়নের সভাপতি সুরেন সিংহ, সম্পাদক বুলু সিংহ, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতা অভিজিত মজুমদার, পবিত্র সিংহ, পঞ্চা বর্মণ, সন্তোষ বর্মন প্রমুখ। দাবি আদায়ে এনআরএল কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত লিখিতভাবে ইউনিয়নের কাছে পাঠিয়ে দিতে বলা হয়েছে। ন্যায্য দাবি আদায়ে আগামীদিনে ইউনিয়নের নেতৃত্বে গণতান্ত্রিক পদ্ধতিতে লাগাতার আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।

খণ্ড-30
সংখ্যা-10