খবরা-খবর
বজবজ-পূজালী লোকাল পার্টি সম্মেলন
budgebudge-pujali

গত ৭ এপ্রিল শুক্রবার সিপিআই(এমএল) বজবজ-পূজালী লোকাল কমিটির ২-য় সম্মেলন অনুষ্ঠিত হল মনোরঞ্জন নস্কর সভাগৃহে। সুদেশ মন্ডল ও সুকুমার বক্সি মঞ্চে। রক্ত পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান কমরেড মোহন মন্ডল। মাল্যদান ও শহীদ স্মরণ পর্বশেষ করে, কমরেড কাজল দত্ত ও মোহন মন্ডলের সভাপতিত্বে সমগ্র সম্মেলন পরিচালিত হয়। উদ্বোধনী ভাষণে জেলা সম্পাদক কমরেড কিশোর সরকার বলেন বজবজ শহর পার্টি কমিটি রাষ্ট্রশক্তি ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের হামলার বিরুদ্ধে লড়াই গড়ে তোলা এবং সেই লড়াইয়ের চারপাশে সমাজের মানুষকে সামিল করার এক দীর্ঘ ইতিহাস আছে। যা এই বিশাল অঞ্চলজুড়ে পার্টির মর্যদাকে সুপ্রতিষ্ঠিত করেছে। সেই ঐতিহ্যকে ধরেই বর্তমানের ফ্যাসিবাদের বিরুদ্ধে সমাজকে সামিল করার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে। সাথে সাথে রাজ্য সরকারের জনবিরোধী কার্যকলাপের মুখোস উন্মোচন করতে হবে। কমরেড দিলীপ পাল বলেন তৃণমূলকে একটুও ছাড় না দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। পার্টি কংগ্রেসের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থিত প্রতিনিধিরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। পার্টি কমিটির কিছু দুর্বলতা তুলে ধরার সাথে সাথে পার্টিকে বড় করে তোলার জন্য মতামত রাখেন। বিদায়ী সম্পাদক কমরেড অঞ্জন ঘোষের জবাবি ভাষনের পর সংশোধিত প্রতিবেদন গৃহীত হয়। শেষে ৯ জনের কমিটি নির্বাচিত হয়। কমিটির সম্পাদক নির্বাচিত হন সর্বকনিষ্ঠ কমরেড সেখ সাবির রাজা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে সম্মেলন শেষ হয়।

খণ্ড-30
সংখ্যা-10