খবরা-খবর
চড়িয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠান
cultural-program

চলার পথে গণসাংস্কৃতিক সংস্থার পরিচালনায় বিপ্লবী যুব এ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সহযোগিতায় শহীদ-ই-আজম ভগৎ সিং-এর ৯২তম শহীদ দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল চড়িয়াল চিলড্রেন্স পার্কে। “চলার পথের” সূচনা সঙ্গীতের পর বক্তব্য রাখেন “বিপ্লবী যুব এ্যাসোসিয়েশনের” রাজ্য সম্পাদক রনজয় সেনগুপ্ত, সুদূর আসাম থেকে ছুটে আসা লোকশিল্পী বলিন্দ্র সাইকিয়া থেকে শুরু করে “পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের” কেন্দ্রীয় গানের দল, কোলকাতা ছাত্রছাত্রীদের নাটকের দল “আসমান-জমিন”, ছাত্র সংগঠন “আইসা”-র গানের দল, বজবজের “নৃত্যাঞ্জলী” সংস্থা, বাচিক শিল্পী মৌসুমি সরকার, পায়েল দাস, বৃষ্টি মন্ডল ও খুদে শিল্পীরা তাদের শিল্প কলার মধ্য দিয়ে ভগৎ সিংএর স্বপ্নের ভারত গড়ে তোলার শপথ নেন।

এছাড়া বজবজের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও ব্যাস্ত চড়িয়াল চত্তরের স্থানীয় বাসিন্দা, পথ চলতি মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সু্ষ্ঠভাবে পরিচালনা করেন দেবাশিস মিত্র ও অঞ্জন ঘোষ।

খণ্ড-30
সংখ্যা-10