খবরা-খবর
চন্দননগর : রেলে উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ সভা
against-rail-eviction

রেলে শুরু হওয়া বেসরকারিকরণে বলি হচ্ছেন রেল কর্মচারী, রেল যাত্রী ও দীর্ঘদিন রেলে পণ্য বিক্রি করে যারা জীবনধারণ করেন সেই হকারেরা। রেলে উন্নয়নের নামে রেলের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে, রেলের জমি তুলে দেওয়া হচ্ছে ধনী বণিককুলের হাতে, উচ্ছেদ করা হচ্ছে হকার এবং গরিব মানুষদের। মডেল স্টেশন, উন্নয়ন ইত্যাদি গালভরা শব্দের আড়ালে দেশের সম্পদ বেঁচে দেবার খেলা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ তথা কেন্দ্রীয় সরকার। সম্প্রতি হাওড়া-ব্যান্ডেল শাখার চন্দননগর স্টেশনে রেলের জমি বেসরকারীকরণের স্বার্থেদোকান উচ্ছেদের এক নোটিশ জারি করে রেল কর্তৃপক্ষ, ৩ এপ্রিল দোকান উচ্ছেদের দিন ধার্য করা হয়। খবরটি জানার সাথে সাথে স্থানীয় এআইসিসিটিইউর সংগঠকরা উচ্ছেদের মুখে পড়া দোকানদার ও হকারদের সাথে যোগাযোগ করেন এবং স্টেশন চত্বরে উচ্ছেদের বিরুদ্ধে পোস্টারিং করা হয়। রেলের জমি বেসরকারিকরণের স্বার্থে এই উচ্ছেদের বিরুদ্ধে এআইসিসিটিইউর পক্ষ থেকে ৩১ মার্চ চন্দননগর স্টেশনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উচ্ছেদের মুখে পড়া হকাররা এই বিক্ষোভ সভায় যোগ দেন ও তাঁদের যন্ত্রনার কথা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন এআইসিসিটিইউ-র রাজ্য সম্পাদক বাসুদেব বসু, জেলা নেতা প্রবীর হালদার, সুদর্শন বসু, ছোট দোকানদার প্রণতী সাহা, বটকৃষ্ণ দাস, কৌস্তভ সাহা প্রমুখ, গণ সংগীত গেয়ে শোনান গণসংস্কৃতি পরিষদের স্থানীয় কর্মী নারায়ণ দাস। এই উচ্ছেদ ও রেলের বেসরকারিকরণ রুখতে সর্বস্তরের মানুষের ঐক্য গড়ে তোলার আহ্বান রাখা হয়। রেলের বেসরকারিকরণ রুখতে এই কর্মসূচিকে সংহতি জানিয়ে ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন ও এসসি অ্যান্ড এসটি রেলওয়ে এমপ্লয়িজ এসোসিয়েশনের পাঠানো বার্তা সভায় পাঠ করা হয়।

খণ্ড-30
সংখ্যা-9