আরএসএস-বিজেপির বিরুদ্ধে কলেজস্ট্রীটে আইপোয়ার প্রতিবাদ সভা
college-street

নদীয়ায় লাভ জিহাদের ধুয়ো তুলে নারী স্বাধীনতা তথা দলিত পরিবারের ওপর হামলা এবং রাজ্যে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে আইপোয়া প্রতিবাদ সভা সংগঠিত করে গত ৪ এপ্রিল। সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি (আইপোয়া)র ইন্দ্রাণী দত্ত, অর্চনা ঘটক, কাজল দত্ত, চন্দ্রাস্মিতা চৌধুরি, মিতালি বিশ্বাস ছাড়াও আমন্ত্রিত বক্তারা ছিলেন — নিখিল বঙ্গ মহিলা সঙ্ঘের সর্বানী ভট্টাচার্য, নারী চেতনা সংগঠনের সঞ্চিতা মুখার্জী, আইসার অঙ্কিত মজুমদার, গানে কথায় প্রতিবাদ মূর্ত করেন নীতীশ রায়, সুষমা মুখার্জী ও মীরা চতুর্বেদী, সঞ্চালনা করেন কল্যাণী গোস্বামী। একদিকে বিজেপির রাজত্বে দেশজুড়ে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, ১১৫০ টাকার গ্যাস, আর্থিক সংকটে দুর্বিসহ জনজীবন, অন্যদিকে তীব্র সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে সুপরিকল্পিতভাবে খেটেখাওয়া মানুষের মধ্যে বিভেদ ও হানাহানি তৈরি করা — আরএসএস-বিজেপির এই রাজনীতিকে জীবনের অভিজ্ঞতা তুলে উন্মোচিত করেন বক্তারা। এরাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকাকে তীব্র ধিক্কার জানানো হয়। নদীয়ার ঘটনার ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই এখনও নেয়নি পুলিশ। অন্যদিকে রিষড়ার ঘটনা স্পষ্টতই দেখিয়ে দিচ্ছে যে পুলিশের গাফিলতি আরএসএস-এর দাঙ্গাবাহিনীকে সুযোগ যুগিয়েছে। আইপোয়ার পক্ষ থেকে নদীয়ার আক্রান্ত পরিবারের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ঘোষণা করা হয় সভা থেকে।

খণ্ড-30
সংখ্যা-9