বিদায় সমরেশ মজুমদার
sameresh-majumder

উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গল প্রায় শেষ, রুগ্ন চা বাগান গুলি ধুঁকছে, চা বাগানের সাথে যুক্ত শ্রমিক কর্মচারী পরিবারগুলো জীবনযুদ্ধে ধস্ত। উত্তরবঙ্গের কালোসবুজ অরণ্যঘেরা তিরিতিরি আংরাভাষা নদী পাড়ের ঝিরিঝিরি স্বর্গছেড়া চা বাগানের সাতকাহনের অনবদ্য কথা শিল্পী সমরেশ মজুমদারও (১৯৪৪ - ২০২৩) কোনো উত্তরাধিকার না রেখে তাঁর সাহিত্য সৃষ্টির দৌড় শেষ করলেন। হিমালয় পর্বত পেরিয়ে আসা বুনো হাঁসের চোখে এক ফোঁটা জল। চোখে জল গয়েরকাটা টাউনের গর্ভধারিনীর। নথুয়ার বৃদ্ধা মদেসিয়া মা দীর্ঘ শ্বাস ছাড়লেন বড় পাপ হে। আর কালবেলায় হরিণবাড়ি পেরিয়ে সিংহবাহিনী পুরোনো জমিদার বাড়ি ছাড়িয়ে মহানগরীর ঘিঞ্জি বস্তিতে কালপুরুষের জন্ম হবে মুষলকালকে স্বাগত জানাতে। মাধবীলতাদের জলসিঞ্চনে অনিমেষ থেকে অর্করা মহীরুহ হবেন, গভীর প্রত্যয় নিয়ে উঠে দাঁড়াবে দীপাবলিরা।

বিদায় সমরেশ মজুমদার।

(সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত)

খণ্ড-30
সংখ্যা-14