“হাতে হাত রেখে পার হব এই বিষের বিষাদ সিন্ধু...”
hand-in-hand

দেশজুড়ে কর্পোরেট মদতপুষ্ট সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপি আরএসএস ও তাদের শাখা সংগঠনগুলির লাগাতার সাম্প্রদায়িক হামলার সংস্কৃতির বিরুদ্ধে মিলনের যে ভারতীয় ঐতিহ্যবাহী সংস্কৃতি আছে তাকে শক্তিশালী করতে ৬ মে ২০২৩ গণসংস্কৃতি পরিষদের মধ্যমগ্রাম শাখা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা, সংগীত, কবিতা পাঠ, নৃত্য সংস্কৃতির বিভিন্ন মাধ্যমকে সংগঠিত করে এই মিলনের সংস্কৃতিকে তুলে ধরা হয়। নৈবেদ্য ডান্স অ্যাকাডেমির শিশু শিল্পীদের নৃত্য, আলোক বর্তিকা ও উত্তরণের কবিতা পাঠ এবং আবৃত্তি পরিবেশন করেন স্বাগতা সুর ও কৃষ্ণা গাঙ্গুলী। সংগীত পরিবেশন করেন স্বীকৃতি সাহা ও গণসঙ্গীত শিল্পী রুমা সুর, সোমা সুর এবং অনুপ মজুমদার। কবিতা আলেখ্য ও সলিল চৌধুরীর রচনা উলুখড়ের রুপকথা শ্রুতিনাটক পরিবেশন করেন গণসংস্কৃতি পরিষদের মধ্যমগ্রাম শাখা। আজকের অস্থির সময়ে আমাদের দেশের ইতিহাস কিভাবে বদলে দেওয়া হচ্ছে, কিভাবে দেশের সমস্ত সরকারী সম্পদের উপর কোম্পানির দখল বেড়ে যাচ্ছে, আমাদের ঐক্যের সংস্কৃতিকে বিষিয়ে দিয়ে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি চাপিয়ে বিভাজনের চেষ্টা চলছে এবং এই বিষয়ে আমাদের কর্তব্য নিয়ে আলোকপাত করেন ডাক্তার দেবাশীষ মুখার্জী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গণসংস্কৃতি পরিষদের কার্যকরী কমিটির সদস্য শোভনা নাথ। স্থানীয় বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্ট বাচীক শিল্পী মুকুল দেব ঠাকুর।

খণ্ড-30
সংখ্যা-14