প্রোগ্রেসিভ টিচার্স অ্যাসোসিয়েশন
teachers-association

বকেয়া ডিএ, শূন্যপদে স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে আগামী ৬ মে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে কলকাতার মহামিছিল সফল করার আহ্বান জানিয়ে ৩ মে মৌলালী মোড়ে প্রোগ্রেসিভ টিচার্স অ্যাসোসিয়েশন (পিটিএবি)’র প্রচার সভা আয়োজিত হয়। সভায় বক্তব্য রাখেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বঞ্চিত চাকরিপ্রার্থীদের মঞ্চের প্রতিনিধিরা।

সভা থেকে দাবি ওঠে :

  • কোনো টালবাহানা নয়, সব পক্ষকে নিয়ে আইনি জটিলতা কাটিয়ে দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগ দাও! 
    শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার নয়া শিক্ষানীতি ২০২০ বাতিল কর! 
    সমস্ত অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো সহ পূর্ণ সরকারি কর্মীর মর্যাদা চাই! 
    ডিএ দয়ার দান নয়, ডিএ আমাদের অধিকার! অবিলম্বে সমস্ত বকেয়া ডিএ দাও! 
    সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে সমস্ত মানুষ এক হও!
    দুর্নীতির সঙ্গে যুক্ত সমস্ত প্রাক্তন ও বর্তমান নেতা-মন্ত্রী-আমলাদের গ্রেফতার কর!

খণ্ড-30
সংখ্যা-13