চা-শ্রমিকদের জমির পাট্টার দাবিতে বিএলআরও দপ্তরে বিক্ষোভ
tea-workers

গত ২৭ এপ্রিল চা-শ্রমিকদের জমির পাট্টার দাবিতে পাহাড়-তরাই-ডুয়ার্সে সমস্ত ব্লকে বিএলআরও দপ্তরে চা-শ্রমিকদের যুক্ত মঞ্চ ‘জয়েন্ট ফোরাম’এর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়। রাজ্য সরকার ‘লিজ হোল্ড’ জমিকে ‘ফ্রি হোল্ড’এর নামে বাগানে বসবাসকারী চা-শ্রমিক পরিবারদের উচ্ছেদ করার ষড়যন্ত্র শুরু করেছে। ফ্রি হোল্ডের নামে কর্পোরেটদের হাতে জমি তুলে দিতে চাইছে। টি-ট্যুরিজমের নামে অবাধে রিসর্ট খোলা হবে। জমির অধিকারের দাবিতে সমস্ত বাগানে আদিবাসীরা আওয়াজ তুলেছে “জন জন নাড়া হ্যায়, ইয়ে জমিন হামারা হ্যায়”। এই দাবি নিয়ে দার্জিলিং জেলার মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ব্লকের বিএলআরও দপ্তরে ও ঘোষপুকুর আরআই অফিসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ থেকে বিভিন্ন ব্লকে জয়েন্ট ফোরামের প্রতিনিধি দল ডেপুটেশন দেন। ডেপুটেশনে নেতৃত্ব দেন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এআইসিসিটিইউ’র পক্ষে অভিজিত মজুমদার ও বাসুদেব বসু, সিটুর পক্ষে সমন পাঠক, গৌতম ঘোষ, সুদীপ দত্ত প্রমুখ। ট্রেড ইউনিয়নের এই বিক্ষোভ কর্মসূচিতে পার্টির জেলা সম্পাদক পবিত্র সিংহ, জেলা সদস্য শরৎ সিংহ, পৈসাঞ্জু সিংহ, বন্ধু বেক, সুমন্তী এক্কা সহ এআইসিসিটিইউ’র অন্তর্ভুক্ত তরাই সংগ্রামী চা-শ্রমিক ইউনিয়নের চা-শ্রমিকেরা অংশগ্রহণ করেন।

খণ্ড-30
সংখ্যা-13