খবরা-খবর
১৫ আগস্ট সন্ধ্যায় বালী গ্রামাঞ্চলে পথসভা
a-rally-in-bali-rural-area

১৫ আগস্ট স্বাধীনতার ৭৭তম দিবসে স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ভারতের বর্তমান ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সিপিআই(এমএল) লিবারেশনের বক্তব্য তুলে ধরতে বালি গ্রামাঞ্চলে দুর্গাপুর হেল্থ সেন্টারের সামনে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভার শুরুতে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের শিল্পী বন্ধুরা সঙ্গীত পরিবেশন করেন। ছাত্রনেতা সৌভিক বণিক ছাত্র আন্দোলনের কথা বলতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের মর্মান্তিক মৃত্যুর ঘটনার উল্লেখ করে দোষীদের শাস্তি এবং বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন। মানসিক ত্রাস ও ভীতির পরিবর্তে সুস্থ সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক ক্যাম্পাসের প্রশ্নে জোরালো বক্তব্য রাখেন আইসার হাওড়া জেলা সম্পাদক সৌভিক বণিক। যাদবপুরে চলমান আইসার অনির্দিষ্টকালীন অবস্থানে আজ হাওড়া থেকে সৌভিক উপস্থিত ছিলেন। তার বক্তব্যে উঠে আসে সেই অভিজ্ঞতার কথাও। লিঙ্গ সংবেদনশীলতা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে আইসার ধারাবাহিক ও জোরালো অবস্থানের কথাও তিনি তুলে ধরেন।

দীপক চক্রবর্তী জণগনের উপর কেন্দ্রীয় সরকারের ফ্যাসিস্ট আক্রমনের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য, হাওড়া জেলা এআইসিসিটিইউ সম্পাদক পরিতোষ ব্যানার্জী (পার্থ)। তিনি তার বক্তব্যে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছি, সাধারণ মানুষ কিভাবে মোদীর ফ্যাসিস্ট সরকার দ্বারা প্রত্যেক মুহূর্তে প্রতারিত হচ্ছেন এবং দেশের সম্পদ‌ লুঠ হচ্ছে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে প্রতিবেশীর মধ্যে দাঙ্গা লাগলো হচ্ছে তার উল্লেখ করেন। পার্থ সারথী মিত্র ভারতীয় সম্প্রীতির সংস্কৃতিকে আরএসএস এবং বিজেপি কিভাবে ধ্বংস করে এক অরাজকতা সৃষ্টি করছে অন্ধকার কুসংস্কারের দিকে মানুষকে ঠেলে দিচ্ছে তাঁর বক্তব্যে তুলে ধরেন। শিল্পী বন্ধুদের গান এবং মোহন মান্নার কবিতা, ফ্যাসিস্ট বিরোধী দীপ্ত স্লোগানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র সভাটি সঞ্চালনা করেন বালি গ্রামাঞ্চল লিডিং টিমের সদস্য মাধব মুখার্জী।

খণ্ড-30
সংখ্যা-28