কাশীপুর বরানগর গণহত্যার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
kashipur-baranagar-massacre

১৯৭১ সালের ১২-১৩ আগস্ট কাশীপুর বরানগর গণহত্যা সংঘটিত হয়েছিল। আজ ৫২ বছর হয়ে গেল, আজও কোনো শহীদ পরিবার সুবিচার পায়নি।

১৯৭১ সালের ১২-১৩ আগস্ট প্রায় দু’দিন ধরে চলেছিল সেই ভয়ংকর গণহত্যার তান্ডব। এই হত্যার সংখ্যা ছিল প্রায় ২০০’র কাছাকাছি। প্রকৃত সংখ্যা জানা যায়নি। একটা প্রজন্মকে নিকেষ করে দেওয়া হয়েছিল। কিন্তু এই হত্যাকাণ্ডের আজও কোনো বিচার হয়নি। তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়নি।

এই গণহত্যার বিচার চেয়ে প্রতিবারের মতো এবারও সিঁথির মোড়ে শহীদ বেদীতে ১৩ আগস্ট শহীদদের স্মরণে কর্মসূচি পালিত হয়। শহীদ বেদীতে কেন্দ্রীয় নেতা কার্তিক পাল, পার্থ ঘোষ, জয়তু দেশমুখ, ইন্দ্রাণী দত্ত সহ রাজ্য ও জেলা নেতৃত্ব মাল্যদান করেন। সিপিআই(এমএল) নিউ ডেমোক্রেসির পক্ষে বাপী গোস্বামী শ্রদ্ধা জানান। শহীদদের স্মরণে গণসঙ্গীত পরিবেশন করেন বাবুনি মজুমদার। সমগ্র সভা পরিচালনা করেন বাসুদেব বসু।

খণ্ড-30
সংখ্যা-28